রিয়ালে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না চাপে থাকা আলোনসো
২৬ নভেম্বর ২০২৫
টানা তিন ম্যাচ ধরে জয়হীন রিয়াল মাদ্রিদ। ড্রেসিংরুমের পরিবেশ ভালো না থাকা নিয়ে আছে গুঞ্জনও। রয়েছে দলের কোচ শাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জল্পনাও। তবে এসবের কোনো কিছুতেই মনোযোগ দিচ্ছেন না চাপে থাকা এই কোচ। জানিয়েছেন, ক্লাবের তরফ থেকে সমর্থন বার্তারও প্রয়োজন নেই তার।
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হারের পর লা লিগায় রায়ো ভায়েকানো ও এলচের সঙ্গে ড্র করে রিয়ালে কোচিং ক্যারিয়ারের শুরুতে চাপের মধ্যে আছেন আলোনসো। তার একাদশ নির্বাচন, কৌশল এবং দলের ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা বাড়ছে।
বুধবার চ্যাম্পিয়নস লিগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলোনসো জানান, দলের বর্তমান অবস্থা পূর্ববর্তী দুই কোচ কার্লো আনচেলত্তি ও হোসে মরিনিয়ো কীভাবে সামলাতেন তাও ভাবছেন তিনি।
“এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে প্রথম কোচ হিসেবে আমি নই। আমি ভাবি কার্লো আনচেলত্তি বা মরিনিয়ো কী করতেন, মানুয়েল পেলেগ্রিনিও। এটা নতুন কিছু নয়। আপনাকে জানতেই হবে কীভাবে এর সঙ্গে মানিয়ে চলতে হয়।”
লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে থাকলেও সামলোচনার মুখে আছেন আলোনসো। চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে রেকর্ড চ্যাম্পিয়নদের পয়েন্ট ৯।
মাদ্রিদের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোনসোর সম্পর্কের অবনতি হয়েছে। এমনকি ইএসপিএন জানিয়েছে, ভিনিসুস জুনিয়র এই মৌসুমে চারবার বেঞ্চে বসানোয় অসন্তুষ্ট।
খেলোয়াড়দের ইগো সামলানো প্রসঙ্গে আলোনসো বলেন, “এটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আপনার ফুটবল চিন্তা, আপনার ট্যাকটিক্যাল কাজ, আপনার শারীরিক কাজ। এটা ব্যক্তিত্ব নিয়ে কাজ করা, তাদের সেরাটা বের করে আনা। এটা ওঠা-নামার প্রক্রিয়া। যেকোনো দলে আপনাকে এটা সামলাতে হয়, আর মাদ্রিদে তো এটা করতেই হয়।”
রিয়ালের দায়িত্ব নেওয়ার আগে আলোনসো রিয়াল সোসিয়েদাদ ‘বি’ দল এবং বায়ার লেভারকুজেনে কোচিং করেছিলেন। খেলোয়াড় হিসেবে ছিলেন তারকায় ভরা দলে।
“আমি দারুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি, বড় ব্যক্তিত্বদের সঙ্গে। তাদের চাহিদা থাকত। সবসময় সেরাটা চায়, আর সেটাই তাদের এত ভালো হতে সাহায্য করে। এটাই রিয়াল মাদ্রিদে থাকার সবচেয়ে বড় দিক। এই স্তরের খেলোয়াড়দের সঙ্গে কাজ করা। আপনাকে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে জানতে হবে।”
হতাশাজনক ফর্মের মধ্যে ক্লাব কর্তাদের কাছ থেকে সমর্থনের কোনো বার্তা কি পেয়েছেন – এমন প্রশ্নে আলোনসো বলেন, “এটা প্রয়োজন নেই। আমি আজ সকালে সভাপতির (ফ্লোরেন্তিনো পেরেস) সঙ্গে কথা বলেছি। আমরা নিয়মিতই কথা বলি পরিচালক হোসে আনহেল সানসেসের সঙ্গে। আমরা প্রতিদিনই যোগাযোগ করি।”















মন্তব্য করুন: