টানা ৩ ম্যাচে রিয়ালের হোঁচট, ধৈর্য ধরতে বললেন আলোনসো
১ ডিসেম্বর ২০২৫
স্প্যানিশ লা লিগায় এবার জিরোনার বিপক্ষে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতাটিতে টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর মৌসুমকে খুব লম্বা আখ্যা দিয়ে কোচ শাবি আলোনসো জানিয়েছেন, তার দল সময় নিয়ে ফিরে আসবে।
রোববার জিরোনার মাঠে প্রথমার্ধের শেষ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ৬৭তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এরপর আর গোলের দেখা পায়নি তারা।
এই ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল। ১৪ ম্যাচে ১১ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করেছি, বেশি সুযোগ পেয়েছি। তিন পয়েন্ট পাওয়ার মতো ধারালো ছিলাম না। কিন্তু এটা খুব লম্বা মৌসুম, আমাদের এগিয়ে যেতে হবে।”
গত মে মাসে দায়িত্ব পাওয়া আলোনসোর অধীনে চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত হয় রিয়ালের। লিগে প্রথম ১১ ম্যাচের ১০টিতেই জেতে তারা। কিন্তু এরপর আর কোনো ম্যাচই জিততে পারেনি টুর্নামেন্টের সফলতম দলটি। নভেম্বরে রায়ো ভায়েকানো ও এলচের পর এবার জিরোনার সঙ্গে ড্র করল তারা। মাঝে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হেরেছিল দলটি। সব মিলিয়ে আলোনসোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে।
“একটা মৌসুমে বিভিন্ন ধাপ থাকে। শুরুর দিকে আমরা বাইরে আরও ধারাবাহিক ছিলাম। দলটা ১-০ তে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে উৎসাহী ছিল। দ্বিতীয় গোল করার জন্য তিন-চারটা একদম পরিষ্কার সুযোগ পেয়েছিলাম।”
দলের প্রতি কোনো অভিযোগ নেই বলে জানান আলোনসো। আগামী বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তিনি।
“পিছিয়ে পড়ার পর খেলোয়াড়দের প্রতিক্রিয়া আমার ভালো লেগেছে। যথেষ্ট হয়নি, কিন্তু আমরা কাছাকাছি ছিলাম। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, দরকারি আত্মসমালোচনা করতে হবে, বাইরে এতগুলো ম্যাচ জেতার ইচ্ছা রাখতে হবে। বুধবার বিলবাওয়ে সুযোগ আছে, দেখা যাক।”















মন্তব্য করুন: