২ লাল কার্ডের ম্যাচে হারের পর রেফারিং নিয়ে ক্ষুব্ধ রিয়াল কোচ
৮ ডিসেম্বর ২০২৫
ছয় ম্যাচ পর ঘরের মাঠে খেলতে নামাটা সুখকর হলো না রিয়াল মাদ্রিদের। লা লিগায় ৯ জনের দল নিয়ে সেল্তা ভিগোর কাছে হেরে গেছে তারা। ম্যাচ শেষে ক্ষুব্ধ কোচ শাবি আলোনসো জানিয়েছেন, রেফারিং তাদের পছন্দ হয়নি।
রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে সেল্তার কাছে ২-০ গোলে হারে রিয়াল। এই নিয়ে লিগে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই পয়েন্ট হারাল আলোনসোর দল। টানা তিনটি ড্র করার পর গত ম্যাচে জয় পেয়েছিল তারা।
শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে তালিকার দুই নম্বরে আছে আলোনসোর দল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩৬।
হতাশাময় ম্যাচটি ৯ জন নিয়ে শেষ করে রিয়াল। ৬৪তম মিনিটে লাল কার্ড দেখেন ফ্রান গার্সিয়া। যোগ করা সময়ের শেষ দিকে লাল কার্ড দেখেন আলভারো কাররেরাস। দলের বড় ধাক্কাটা আসে ম্যাচের ২৪তম মিনিটে। চোট নিয়ে ২৪তম মিনিটে মাঠ ছাড়েন দুর্দান্ত ছন্দে থাকা ডিফেন্ডার এদের মিলিতাও।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশ কণ্ঠে আলোনসো বলেন, “আমরা সবাই ক্ষুব্ধ। এরকম ম্যাচ আমরা চাইনি, এই ফলও নয়। মিলিতাওয়ের চোটের কারণে ভুগতে হয়েছে আমাদের, এরপর নিজেদের গুছিয়ে নিতে কঠিন সময় গেছে।”
“পরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যেমন ম্যাচ চেয়েছিলাম তা হয়নি। যত দ্রুত সম্ভব ঘুরে দাঁড়াতে হবে। লিগের এখনও অনেকটা বাকি। বুধবার (ম্যানচেস্টার) সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আছে আমাদের। সেখানেই সুযোগ ঘুরে দাঁড়ানোর এবং এই তেতো স্বাদ মুছে ফেলার।”
দুই মিনিটের ভেতর গার্সিয়াকে দুটি হলুদ কার্ড দেখানোর ঘটনায় রেফারির প্রতি অসন্তোষ জানিয়ে রিয়াল কোচ বলেন, “রেফারির সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি। আলভারোর কার্ড, জানি না, এটা খুবই বিতর্কিত ছিল। রেফারি সেটা দ্রুতই সিদ্ধান্ত নেয়। সেটা আমার ভালো লাগেনি। এরপর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল।















মন্তব্য করুন: