এমবাপ্পেসহ ১২ ফুটবলারকে পাওয়া নিয়ে শঙ্কা রিয়ালের
১৩ ডিসেম্বর ২০২৫
আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচের আগে প্রবল চাপে থাকা রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসোর জন্য বাড়তি দুর্ভাবনা হয়ে এসেছে খেলোয়াড়দের চোট ও নিষেধাজ্ঞা। প্রতিপক্ষের মাঠে রোববারের ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পেসহ নিয়মিত খেলোয়াড়দের মধ্যে ১২ জনকে না পাওয়ার শঙ্কায় রয়েছে মাদ্রিদের ক্লাবটি।
চোটের কারণে গত বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে না পারা এমবাপ্পে শুক্রবার অনুশীলনে ফেরেন। তবে হাঁটুর সমস্যা ছাড়াও আঙুল ভাঙায় তার মাঠে ফেরার বিষয়টি এখনও নিশ্চিত নয়।
শুক্রবার সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, আলাভেসের বিপক্ষে এমবাপের খেলার সম্ভাবনা খুব কম। গত কয়েক দিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি তিনি। তবে হাঁটুর সমস্যা কমলে দলের সঙ্গে ভ্রমণ করতে পারেন আসরের সর্বোচ্চ গোলদাতা।
চোটের কারণে ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, দানি কারভাহাল, দাভিদ আলাবা, ফেরলঁ মেন্দি ও এদের মিলিতাওকে পাবেন না আলোনসো। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ফ্রান গার্সিয়া ও আলভারো কাররেরাস। রক্ষণভাগের সাত খেলোয়াড়ের অনুপস্থিতিতে একাদশ সাজাতে রিজার্ভ দলের দিকে তাকাতে হতে পারে রিয়াল কোচকে।
এছাড়াও দুই মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফেদে ভালভের্দে এবং দুই ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও ডিন হাউসেনও আলাভেসের বিপক্ষে ম্যাচে মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে।
লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া রিয়াল ৩৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার দুই নম্বরে। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।















মন্তব্য করুন: