রিয়ালে নিজের সম্ভাব্য উত্তরসূরির নাম জানালেন আলোনসো

১৪ ডিসেম্বর ২০২৫

রিয়ালে নিজের সম্ভাব্য উত্তরসূরির নাম জানালেন আলোনসো

মাঠের ফুটবলে সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। দলের বাজে পারফরম্যান্সে ক্রমশ চাপ বাড়ছে কোচ শাবি আলোনসোর ওপর। এমন অবস্থায় স্প্যানিশ ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে যে গুঞ্জন উঠেছে তা নিয়ে মোটেও অবাক নন তিনি। একই সঙ্গে চাকরি হারালে এমবাপ্পে-ভিনিসুসদের পরবর্তী কোচ কে হতে পারেন, জানিয়েছেন তার নামও।

আলোনসোর অধীনে চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল রিয়াল। লা লিগায় প্রথম ১১ ম্যাচের মধ্যে জিতেছিল ১০টিতে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়েছিল - ব্যবধানে। কিন্তু সবশেষ পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে জয় কেবল দুটিতে।

সান্তিয়াগো বের্নাবেউতেও হেরেছে টানা দুই ম্যাচ। ঘরের মাঠে গত বুধবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও - গোলে হেরে যায় প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা।

লিগে এক সময় শীর্ষে থাকা রিয়াল এখন শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে পয়েন্টে। অবশ্য এক ম্যাচ কম খেলেছে তারা।

মাঠের ছন্নছাড়া পারফরম্যান্সের পাশাপাশি আলোনসোর সঙ্গে বেশ কিছু খেলোয়াড়ের দ্বন্দ্ব এবং ড্রেসিং রুমে অস্থিতিশীলতার এমন নানা গুঞ্জনে শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই।

রোববার আলাভাসের বিপক্ষে চোটজর্জরিত দল নিয়ে মাঠে নামবে রিয়াল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বরখাস্ত হওয়ার প্রসঙ্গে উঠলে আলোনসো জানান, এসব নিয়ে বিচলিত নন তিনি।

আমি অনেক বছর ধরে ফুটবলের সঙ্গে আছি। যা কিছুই ঘটে, তাতে আমি অবাক হই না। যা ঘটেছে এবং যা ভবিষ্যতে ঘটবে, সবই স্বাভাবিক। আমাদের এসব পরিস্থিতির মুখোমুখি হতে হবে দায়িত্ব নিয়ে, যে দায়িত্ব আসে আমাদের অবস্থান এবং আমরা যা প্রতিনিধিত্ব করি তার সঙ্গে। আর সেই জায়গা থেকে পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য কাজ করার সময় এসেছে। এটা এমন কিছু নয়, যা আমাকে খুব বেশি অবাক করে।

এক সময় রিয়াল মাদ্রিদ ও স্পেনের রক্ষণভাগ সামলিয়েছেন আলভারো আরবেলোয়াআলোনসো জানান, গত কয়েকদিন ধরে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছেন তিনি। একই সঙ্গে দলের রিজার্ভ কোচ সাবেক সতীর্থ আলভারো আরবেলোয়ার প্রশংসাও করেন রিয়াল স্পেনের সাবেক এই মিডফিল্ডার।

আমার মতে আরবেলোয়া ভবিষ্যতে মাদ্রিদের কোচ হতে পারে। সে ভালো করছে।

এক প্রতিবেদনে আরবেলোয়াকে আলোনসোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানায় ইএসপিএন।

অন্যদিকে চোটের কারণে সিটির বিপক্ষে খেলতে না পারা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সুখবর দিয়েছেন আলোনসো। আলাভেস ম্যাচে ফরাসি এই তারকাকে পাওয়া যাবে বলে জানান তিনি।

কিলিয়ান খেলার জন্য ঠিক আছে, তাকে ফিরে পেয়েছি আমরা। আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব। এটা অবশ্যই একটি ভালো খবর।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add