স্বস্তির জয়ের পর দলের ঐক্যের প্রশংসায় রিয়াল কোচ
১৫ ডিসেম্বর ২০২৫
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে জয় ছিল কেবল দুটি। দলের এমন পারফরম্যান্সে কোচ শাবি আলোনসোর চাকরি চলে যাওয়া নিয়েও ছিল গুঞ্জন। তবে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলে লা লিগায় আলাভেসকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে চাপের মুখে থাকা আলোনসো দলের ঐক্যের প্রশংসা করেছেন।
রোববার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জয় পায় রিয়াল। চোট কাটিয়ে দলে ফেরা এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আলোনসোর দল। বিরতির পর সমতায় ফেরে আলাভেস। ৭৬তম মিনিটে ভিনিসুস জুনিয়রের সহায়তায় জয়সূচক গোলটি করেন রদ্রিগো।
এই জয়ে তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধান কামিয়ে আবার চারে আনল রিয়াল। ১৭ ম্যাচে ১২ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে তারা।
গত অক্টোবরে এল ক্লাসিকোতে ভিনিসুসকে বদলি করানোর সময় সময় তার ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর থেকেই আলোনসোর সঙ্গে এই ব্রাজিলিয়ান তারকার সম্পর্ক নিয়ে সমালোচনা চলছে। তবে আলাভেসের বিপক্ষে ভিনিসুসকে মাঠ থেকে তুলে নেওয়ার পর দুজনকে আলিঙ্গন করতে দেখা যায়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “আমরা সবাই একসঙ্গে আছি। আমরা ভালো সময়ে এবং ততটা ভালো নয় এমন সময়েও একসঙ্গে লড়েছি। দলটি ভালো লড়াই করেছে। শুরুটা খুব ভালো ছিল এবং আমরা শেষ পর্যন্ত আবারও এগিয়ে যেতে সক্ষম হয়েছি। ঐক্যই হলো প্রধান বিষয়।”
বড়দিনের বিরতির আগে আরও দুটি ম্যাচ খেলবে রিয়াল। আগামী বুধবার কোপা দেল রেতে তালাভেরা দে লা রেইনার মাঠে যাবে তারা। এরপর শনিবার ঘরের মাঠে সেভিয়ার মুখোমুখি হবে দলটি।
এক সপ্তাহের ভেতর তিন ম্যাচ খেলার প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, “আমরা আমাদের কাজ করার দিকে খুব মনোযোগী। আমরা একসঙ্গে আছি, প্রতি তিন দিন অন্তর একটি ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই জয়ের জন্য ছেলেরা অনেক প্রশংসার দাবিদার। আমাদের অনেকে অনুপস্থিত ছিল।”
“আমরা সবাই এর মধ্যে একসঙ্গে আছি। বুধবার আমাদের কোপা আছে এবং তারপর সেভিয়া। এখনও অনেক পথ বাকি। তবে আজকে আমরা যে ভালো কাজগুলো করেছি, তাতে আমাদের ধারাবাহিক থাকতে হবে।”
এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, গত ৭ ডিসেম্বর ঘরের মাঠে সেল্তা ভিগোর কাছে পরাজয়ের পর চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের মতো হতাশাজনক ফলে পর ক্লাবের শীর্ষ কর্মকর্তারা আলোনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেছিল। সেখানে কোচের দল পরিচালনার ওপর সন্দেহও প্রকাশ করা হয়েছিল।
সেল্তার বিপক্ষে ম্যাচের উদাহরণ টেনে আলোনসো বলেন, “সেল্তার বিপক্ষে ম্যাচটি ভালো ছিল না। আমাদের অনেক কিছুর অভাব ছিল। আজ অনেক ইতিবাচক দিক ছিল এবং উন্নতির জন্য কিছু বিষয়ও ছিল। ম্যাচ জিততে থাকলে, আমাদের ধারাবাহিক হতে হবে।”















মন্তব্য করুন: