প্রথমবারের মতো এক বর্ষপঞ্জিতে কেইনের ৫০ গোল

১৫ ডিসেম্বর ২০২৫

প্রথমবারের মতো এক বর্ষপঞ্জিতে কেইনের ৫০ গোল

একের পর এক গোল করে ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়া হ্যারি কেইনের কাছে অধরা ছিল একটি কীর্তি। বায়ার্ন মিউনিখকে হারের হাত থেকে বাঁচিয়ে এবার সেই অপ্রাপ্তিও ঘুচিয়ে দিলেন তিনি। ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো এক বর্ষপঞ্জিতে ৫০ গোল করার মাইলফলক স্পর্শ করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

রোববার জার্মান বুন্ডেসলিগায় কেইনের শেষ দিকের গোলে মেইনজের সঙ্গে ২-২ গোলে ড্র করে বায়ার্ন।

৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান কেইন। ২০২৫ সালে বায়ার্নের জার্সিতে ৩২ বছর বয়সী এই তারকার এটি ৫০তম গোল। আর চলতি মৌসুমে লিগে এটি তার ১৮তম গোল।

জার্মান ক্লাবটির হয়ে সবশেষ এমন কীর্তি গড়েছিলেন রবের্ট লেভানডফস্কি। ২০২১ সালে ৫৮টি গোল করেছিলেন বর্তমানে বার্সেলোনায় খেলা এই পোলিশ স্ট্রাইকার।

পয়েন্ট তালিকার তলানির দলটির বিপক্ষে ম্যাচের ২৯তম মিনিটে শুরুতে এগিয়ে যায় বায়ার্ন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরার পর ৬৭তম মিনিটে এগিয়ে যায় মেইনজ। শেষ কেইনের গোলে চলতি মৌসুমে লিগে প্রথম হারের শঙ্কা দূর করে বর্তমান চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add