এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে সরিয়ে শীর্ষে রিয়াল
২৫ জানুয়ারি ২০২৬
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় ভিয়ারিয়ালকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে সরিয়ে আপাতত লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আলভারো আরবেলোয়ার দল।
শনিবার ভিয়ারিয়ালের মাঠে ২-০ গোলের জয় পায় রিয়াল। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
লিগে এটি রিয়ালের টানা পঞ্চম জয়। ২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে হানসি ফ্লিকের দল।
বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হার এবং দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায়ের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জিতল রিয়াল। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে মোনাকোকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। এই গোলে অবদান আছে ভিনিসুস জুনিয়রেরও। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের কাট-ব্যাক প্রতিপক্ষের এক ডিফেন্ডার আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান এমবাপ্পে।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।
চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা ফরাসি এই তারকার গোল এখন ২০ ম্যাচে ২১টি। ১৪টির বেশি গোল নেই আর কারোর।















মন্তব্য করুন: