৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে আর্সেনালকে হারাল ম্যানইউ
২৬ জানুয়ারি ২০২৬
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতায় ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর শুরুতে এগিয়ে গেল তারা। শেষ দিকে সমতায় ফিরলেও তা ধরে রাখতে পারল না আর্সেনাল। রোমাঞ্চকর লড়াইয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ দলটিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইউনাইটেড।
রোববার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে ৩-২ গোলে হারায় মাইকেল ক্যারিকের দল।
চলতি মৌসুমে ঘরের মাঠে এটি আর্সেনালের প্রথম পরাজয়। আর সব মিলিয়ে তৃতীয়। সবগুলোই এসেছে প্রিমিয়ার লিগে। আগের দুই ম্যাচে ড্র করা মিকেল আর্তেতার দল এবার পুরো তিন পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান মজবুত করার সুযোগ হাতছাড়া করেছে।
২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫০। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে ম্যানচেস্টার সিটি দুই ও অ্যাস্টন ভিলা তিন নম্বরে আছে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে ভুগতে থাকা ইউনাইটেড নতুন কোচ ক্যারিকের ছোঁয়ায় যেন বদলে গেছে। গত সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী সিটিকে হারানোর পর এবার আরেক শিরোপা প্রত্যাশীদের হারিয়ে দিল তারা।
দারুণ এই জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। ২৩ ম্যাচে ১০ জয় ও ৮ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮।
ম্যাচের ২৯তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ইউনাইটেড। তবে সমতায় ফিরতে খুব একটা দেরি হয়নি তাদের।
৩৭তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মার্তিন সুবিমেন্দির ভুলে গোল হজম করে আর্সেনাল। ডি-বক্সের বাইরে ভুল পাসে ব্রায়ান এমবুমোর পায়ে বল দেন তিনি। বল ধরে বক্সে ঢুকে বিনা বাধায় গোলকিপারকে কাটিয়ে তা জালে জড়ান ইউনাইটেডের এই ক্যামেরুনের ফরোয়ার্ড।
বিরতির পর পঞ্চম মিনিটে রেড ডেভিলদের এগিয়ে দেন প্যাট্রিক ডর্গু। ব্রুনো ফের্নান্দেসের সঙ্গে দুইবার বল দেওয়া-নেওয়া করে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের মধ্য দিয়ে এগিয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে তা জালে জড়ান এই ডেনিশ উইঙ্গার।
কর্নার থেকে পাওয়া বলে ৮৪তম মিনিটে জটলার মধ্য থেকে আর্সেনালকে সমতায় ফেরান মিকেল মেরিনো। তবে তিন মিনিট পরই দুর্দান্ত গোলে স্বাগতিকদের হতাশায় ডোবান মাথেউস কুইয়া। প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে জড়িয়ে ইউনাইটেডকে উল্লাসে মাতান বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এরপর সাত মিনিট যোগ করা সময়ে নাটকীয় কিছু করে সমতায় ফিরতে পারেনি আর্সেনাল।
দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩-১ গোলে জয় পায় চেলসি। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ক্লাব বিশ্বকাপ জয়ীরা।















মন্তব্য করুন: