সৌদি ক্লাবে অভিষেকে আলো ছড়ালেন নেইমার
১৬ সেপ্টেম্বর ২০২৩

অবশেষে সৌদি ক্লাবের হয়ে অভিষেক হলো নেইমারের। ব্রাজিলিয়ান তারকা মাঠে অল্প সময় থেকে গোল না পেলেও গোল করিয়েছেন। আল-রিয়াদকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তার দল আল-হিলাল।
গত মাসে ৯ কোটি ইউরোর চুক্তিতে পিএসজি থেকে আল-হিলালে যোগ দেয়ার পর গোড়ালির চোটের কারণে এর আগে একটি ম্যাচও খেলা হয়নি ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের।
ম্যাচের ২৬ মিনিট বাকি থাকতে নতুন ক্লাবের হয়ে প্রথমবারের মত মাঠে নামেন নেইমার। বার্সেলোনার সাবেক এই ফুটবলারের বাড়ানো বল থেকেই ৮৩তম মিনিটে আল-হিলালের হয়ে চতুর্থ গোল করেন মালকম।
অভিষেকেই অবশ্য একটা গোল পেতে পারতেন নেইমার। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়েছিল আল-হিলাল। অধিনায়ক সালেম-আল-দাওসারি নেইমারকে সুযোগ না দিয়ে নিজে পেনাল্টি শট নিতে গিয়ে সমর্থকদের দুয়ো ধ্বনিও শোনেন।
শুক্রবার বলিভিয়ার সঙ্গে ৫-১ গোলে জয় পাওয়া ম্যাচে ২ গোল করে পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হন নেইমার।
মন্তব্য করুন: