২ মিলানের লড়াইয়ে ইন্টারের জয়, হোঁচট নাপোলির
১৭ সেপ্টেম্বর ২০২৩

সেরি আতে হেনরিখ মিখিতারিয়ানের জোড়া গোলে এসি মিলানকে ৫-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। আরেক ম্যাচে জেনোয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি।
একপেশে মিলান ডার্বিতে ইন্টার মিলানের হয়ে মিখিতারিয়ানসহ আরও গোল করেছেন মার্কুস তুরাম, হাকান চালহানওলু এবং দাভিদে ফ্রাত্তেসি। মিলানের হয়ে একটি গোল শোধ করেন রাফায়েল লেয়াও। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইতিহাসে প্রথমবার মিলান ডার্বিতে টানা পাঁচটি জয় পেল ইন্টার।
শনিবার আরেক ম্যাচে দুই গোলে পিছিয়ে থাকার পর জাকোমো রাসপাদোরি এবং মাত্তেও পলিতানোর দ্বিতীয়ার্ধের গোলে জেনোয়ার মাঠে ২-২ গোলে ড্র করেছে বর্তমান সেরি আ চ্যাম্পিয়ন নাপোলি।
আরেক ম্যাচে ঘরের মাঠে সার্বিয়ান স্ট্রাইকার দুশান ভ্লাহোভিচের জোড়া গোলে লাৎসিওকে ৩-১ গোলে হারিয়েছে ইউভেন্তুস।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইউভেন্তুস দুইয়ে এবং এসি মিলান ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে।
মন্তব্য করুন: