রামোসের আত্মঘাতী গোলে বার্সার জয়

৩০ সেপ্টেম্বর ২০২৩

রামোসের আত্মঘাতী গোলে বার্সার জয়

স্প্যানিশ লা লিগায় সের্হিও রামোসের আত্মঘাতী গোলে জয় পেয়েছে তার পুরোনো প্রতিপক্ষ বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজ দল সেভিয়ার জালে বল জড়ান অভিজ্ঞ এই ডিফেন্ডার।

শুক্রবার ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

এ দিন ২০২০ সালের পর প্রথমবারের মতো পুরোনো প্রতিপক্ষ বার্সেলোনার বিপক্ষে মাঠে নামেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক ও তারকা রামোস। ম্যাচের ৭৬তম মিনিটে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের হেড ফেরাতে গেলে নিজেদের জালেই বল জড়ান তিনি।  

বার্সেলোনার বিপক্ষে রেকর্ড ৩৪তম ম্যাচ খেলতে নেমেছিলেন স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুবারের ইউরো জয়ী রামোস।

ম্যাচের ২২তম মিনিটেই এগিয়ে যেতে পারত বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু মৌসুমে দলে ভেড়ানো পর্তুগাল ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের জোরালো শট ক্রসবারের নিচের দিকে লেগে ফিরে এলে গোল বঞ্চিত হয় তারা।

ম্যাচের প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

বার্সেলোনা কোচ ও সাবেক জাতীয় দলের সতীর্থ শাভি এরনান্দেস বলেন, “এরকম ঘটনা জীবনেরই অংশ। সের্হিওকে (রামোস) বাহবা দিতেই হয় যে সে এখনও খেলছে। আত্মঘাতী গোলটি ভালো না হলেও এটি আমাদের পক্ষে ছিল। তবে সে অনেক ভালো একজন পেশাদার খেলোয়াড় যে এখনও শীর্ষ পর্যায়ে খেলছে।”

অন্যদিকে বৃহস্পতিবারের ম্যাচে, ফরাসি তারকা অতোয়াঁন গ্রিজমান ও স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো রিকেলমের গোলে ওসাসুনাকে ২-০ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ। ম্যাচে দু’দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এ জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে উঠে এসেছে আতলেতিকো।

মন্তব্য করুন: