দুর্ঘটনার শিকার রিয়াল মাদ্রিদের টিম বাস

১৩ ফেব্রুয়ারি ২০২৪

দুর্ঘটনার শিকার রিয়াল মাদ্রিদের টিম বাস

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের লড়াই শুরুর আগে দুর্ঘটনার শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ দল। টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলতে বিমানবন্দর থেকে জার্মানির লাইপজিগে যাওয়ার পথে স্প্যানিশ দলটিকে বহনকারী বাসে একটি প্রাইভেট কার ধাক্কা দিয়েছে। তবে দলের খেলোয়াড়, কোচ ও সহকারী স্টাফদের সবাই নিরাপদেই আছেন বলে জানিয়েছে জার্মান পত্রিকা বিল্ড।

বিল্ডের খবর অনুযায়ী, লাইপজিগ বিমানবন্দরে ধর্মঘট চলায় রিয়ালকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ৩৮ মিনিটে পার্শ্ববর্তী শহর এরফুর্টের বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে টিম হোটেলের উদ্দেশে বাসে করেই রওনা দেয় পুরো দল।

লাইপজিগে যাওয়ার পথে রিয়ালকে বহনকারী বাসটি দ্রুততম রাস্তায় ঢোকার সময় সেই রাস্তায় একটি টয়োটা প্রাইভেট কার লেন পরিবর্তন করছিল। কিন্তু লেন পরিবর্তন করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা দেয়। চালকের আসনের কাছাকাছি জায়গায় ধাক্কা দেওয়ায় বাসের খুব একটা ক্ষতি হয়নি। তবে প্রাইভেট কারটির প্রায় হাজার ইউরোর মতো ক্ষতি হয়েছে জানা গেছে।

দুর্ঘটনায় পড়ার পর রিয়ালের খেলোয়াড়, কোচ স্টাফরা বাস থেকে নেমে আসলেও জুড বেলিংহ্যাম বাসেই ছিলেন। ধারণা করা হচ্ছে, গত শনিবার লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচে গোঁড়ালিতে চোট পাওয়ায় এই মিডফিল্ডার বাসেই বসে ছিলেন। তাই শঙ্কা জেগেছে লাইপজিগের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে তার মাঠে নামা নিয়ে। তবে বেলিংহ্যামের সাবেক বরুশিয়া ডর্টমুন্ড কোচ এবং বর্তমানে লাইপজিগের দায়িত্ব পালন করা মার্কো রোজের মতে, চ্যাম্পিয়নস লিগের ম্যাচ বেলিংহ্যাম কোনোভাবেই বেঞ্চে বসে কাটাতে চাইবে না।

জুড যদি স্টেডিয়ামে না আসে, তাহলেই বুঝব সে খেলবে না। এটা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। আমি জুডকে খুব ভালো করেই চিনি। সে নিশ্চয়ই খেলতে চাইবে। দরকার হলে সে লাইজিগের ডাক্তারদের কাছেও যাবে এবং চিকিৎসা নেবে।

মন্তব্য করুন: