ইতালিকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়
২৬ ফেব্রুয়ারি ২০২৪

ব্রাজিলের ফুটবলে এখন শনির দশা চলছে। গত কাতার বিশ্বকাপের পর থেকেই তাদের পারফর্ম্যন্স ছন্নছাড়া। ছোট-বড় সব দলের কাছেই হারছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সর্বশেষ এক যুগে বিশ্বকাপ জিততে পারেনি। তাদের ‘হেক্সা মিশন’ অধরাই থেকে গেছে। তবে বিচ ফুটবলে হেক্সা মিশন পূরণ করে ফেলল ব্রাজিল।
গত রোববার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে ব্রাজিল শিরোপা জিতে নেয়। বিচ ফুটবলে এটা তাদের ৬ষ্ঠ শিরোপা। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ব্রাজিল ও ইতালি। গ্রুপপর্বে ওমানকে ৫-৩, পর্তুগালকে ৩-২ আর মেক্সিকোকে ৪-৩ গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জাপানকে ৮-৪ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
শেষ চারে ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল। ফাইনালে ব্রাজিলের রদ্রিগো হ্যাটট্রিক করেন। একটি করে গোল করেন ব্রুনো জেভিয়ার এবং ব্রেন্ডো। অন্য গোলটি আত্মঘাতী। অপরদিকে ইতালির হয়ে জোড়া গোল করেন ফাজ্জিনি ও জেনোভালি। চার গোল করেও লাভ হয়নি ইতালির। শিরোপা ওঠে ব্রাজিলের হাতেই। এর আগে আরও দুইবার বিচ ফুটবলের ফাইনালে হেরেছে ইউরোপের দলটি।
মন্তব্য করুন: