পয়েন্ট হারিয়ে লিভারপুলের পথ সুগম করে দিল আর্সেনাল

১৩ এপ্রিল ২০২৫

পয়েন্ট হারিয়ে লিভারপুলের পথ সুগম করে দিল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে বেশ এগিয়ে আছে লিভারপুল। তাদের নাগাল পাওয়ার জন্য দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের খুব সামান্যই সম্ভাবনা আছে। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খুইয়ে অলরেডদের শিরোপা জয়ের সমীকরণ আরও সহজ করে দিয়েছে মিকেল আর্তেতার দল।

শনিবার ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দেওয়া গার্নারদের এই ম্যাচে তেমন খুঁজে পাওয়া যায়নি। ৬১তম মিনিটে টমাস প্যার্টির গোলে এগিয়ে যায় তারা। তবে ৭৪তম মিনিটে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে লিভারপুল। শেষ সাত ম্যাচে আর ৯ পয়েন্ট পেলেই প্রিমিয়ার লিগ যুগে দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে অ্যানফিল্ডের দলটি।

আর্সেনালের বাকি আছে আর ৬টি ম্যাচ। সবগুলো ম্যাচে তারা পূর্ণ ৩ পয়েন্ট করে পেলে ৩৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট হবে ৮১। অন্যদিকে আর ৯ পয়েন্ট পেলে লিভারপুলের পয়েন্ট হবে ৮২।

এর আগে গত সপ্তাহে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় আর্সেনাল।

দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৫-২ গোলে উড়িয়ে আপাতত পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচ শেষে পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৫৫। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচে থেকে লিগ শেষ করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

মন্তব্য করুন: