রেফারিদের নিয়ে ক্ষোভ থাকলেও ফাইনালে খেলবে রিয়াল
২৬ এপ্রিল ২০২৫

কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মাঠের লড়াইয়ের আগে নাটকীয় সময় পার করেছে স্প্যানিশ ফুটবল। ম্যাচে দায়িত্বপ্রাপ্ত রেফারিদের মন্তব্যের জেরে নিজেদের নির্ধারিত সংবাদ সম্মেলন ও অনুশীলন সেশন বর্জন করেছিল রিয়াল। সে সময় গুঞ্জন ছড়িয়ে পরে, ফাইনালও বর্জন করতে পারে তারা। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়ালের এরকম কোনো পরিকল্পনা ছিল না।
ঘটনার সূত্রপাত স্থানীয় সময় শুক্রবার সকালে। ম্যাচ রেফারি ও ভিএআর রেফারি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রেফারিদের নিয়ে রিয়াল মাদ্রিদ টিভির বিভিন্ন কনটেন্ট তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অব্যাহত আক্রমণের কঠোর সমালোচনা করেন।
এ সময় ম্যাচের মূল রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে বলেন, “আপনার ছেলেকে স্কুলে গিয়ে শুনতে হয় তার বাবা নাকি চোর, এটা বেশ কষ্টের। আমি চাই যে সে গর্ব করে বলুক তার বাবা একজন সৎ মানুষ।”
এই ঘটনার জেরে শুক্রবারের নির্ধারিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন ও অনুশীলন সেশন বর্জন করে রিয়াল। এরপরই স্প্যানিশ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, বার্সেলোনার বিপক্ষে শিরোপা লড়াইটিও বর্জন করতে পারে দলটি।
পরে রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়ালের তরফ থেকে বলা হয়, “আমাদের দল কখনোই আগামীকালের ফাইনাল খেলতে না নামার কথা বিবেচনা করেনি।”
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, রিয়াল মাদ্রিদ রেফারিং প্যানেল পরিবর্তনের অনুরোধ করেছিল। যদিও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) দাবি করেছে, তারা কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি।
রিয়াল মাদ্রিদ টিভি গত কয়েক বছর ধরেই ম্যাচের আগে-পরে রেফারিং সিদ্ধান্তের সমালোচনামূলক ভিডিও প্রচার করছে। চলতি সপ্তাহেও দে বুরগোসের পুরনো সিদ্ধান্ত নিয়ে এমন ভিডিও প্রকাশিত হয়। গত ফেব্রুয়ারিতে এসপানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে রিয়াল আনুষ্ঠানিক অভিযোগও করেছিল।
ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস দীর্ঘদিন ধরেই স্পেনের রেফারিং ব্যবস্থার ব্যাপক সংস্কারের দাবি জানিয়ে আসছেন। এমনকি ইংলিশ রেফারিদের স্পেনে আনারও প্রস্তাব দিয়েছেন বলে জানান আরএফইএফ সভাপতি।
মন্তব্য করুন: