মেসি-রোনালদোর পর্যায়ে যেতে ইয়ামালকে বার্সা কোচের পরামর্শ

মেসি-রোনালদোর পর্যায়ে যেতে ইয়ামালকে বার্সা কোচের পরামর্শ

মাত্র ১৭ বছর বয়সে একশটি পেশাদার ম্যাচ খেলে ফেলেছেন লামিনে ইয়ামাল। দুর্দান্ত পারফরম্যান্স করে অবদান রেখে চলেছেন বার্সেলোনার ট্রেবল জয়ের অভিযানে। স্প্যানিশ এই ফরোয়ার্ডের প্রতিভায় মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন প্রতিপক্ষ কোচরাও। অনেকের মতে, ফুটবল বিশ্বের অন্যতম দুই কিংবদন্তি লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্যায়েও যেতে পারবেন তিনি। আর সে পর্যায়ে যাওয়ার জন্য শিষ্যকে কী করতে হবে সেটির পরামর্শ দিয়েছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক।

গত বুধবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্স করে বার্সেলোনাকে ম্যাচে ফেরান ইয়ামাল। দুই গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা এই বিস্ময়বালকের দুর্দান্ত গোলে সমতায় ফেরে। শেষ পর্যন্ত - গোল ড্র হয় ম্যাচ।

ম্যাচে ইয়ামালের পারফরম্যান্স বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। তার পারফরম্যান্সে মুগ্ধ ইন্টার কোচ সিমোনে ইনজাগি জানিয়েছিলেন, প্রতি ৫০ বছরে একবার এরকম প্রতিভার দেখা মেলে। অন্যদিকে ফ্লিক তাকে জিনিয়াস হিসেবে আখ্যা দিয়েছিলেন।

শনিবার লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়ামালের প্রসঙ্গে বার্সেলোনা কোচ বলেন, “সে জানে আমি তার কাছ থেকে কী চাই। যখন কেউ এমন উচ্চতায় পৌঁছে যায়, তখন তা বারবার প্রমাণ করতে হয়। শুধু একটি ম্যাচ দিয়ে কিছু হয় না। প্রতিটি খেলোয়াড়েরই উন্নতির সুযোগ থাকে, তার ক্ষেত্রেও তাই।

মেসি-রোনালদোর পর্যায়ে যেতে হলে ইয়ামালকে কী করতে হবে বিষয়ে ফ্লিক বলেন, “শুধু প্রতিভা নয়, সে যে জিনিয়াস। তবে রোনালদো, মেসির মতো সেরা খেলোয়াড়দের পর্যায়ে যেতে চাইলে কঠোর পরিশ্রমই আসল বিষয়। আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, দেখতে হবে কী হয়।

আমরা অনেক খুশি যে, সে আমাদের সঙ্গে খেলছে। মাত্র ১৭ বছর বয়সে এই পর্যায়ে খেলাটা অবিশ্বাস্য। এই মান ধরে রাখার জন্য এবং আরও ভালো হওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি মনে করি, সেও সেটা চায়। এটাই শেষ নয়।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৫টি গোল ২৪টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তবে ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ। লিগে পাঁচ ম্যাচ ছাড়াও চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালের ফিরতি লেগ বাকি আছে বার্সেলোনার।

বর্তমানে লিগে শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৭৬ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে পয়েন্ট এগিয়ে। আগামী ১১ মে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।

মন্তব্য করুন: