ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সা দলে লেভানডফস্কি

ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সা দলে লেভানডফস্কি

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগের আগে রবের্ট লেভানডফস্কিকে নিয়ে সুসংবাদ পেয়েছে বার্সেলোনা। ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে এই পোলিশ স্ট্রাইকার বদলি হিসেবে নামতে পারেন বলে জানিয়েছেন কোচ হানসি ফ্লিক। তবে স্প্যানিশ ক্লাবটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, চোটের কারণে দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার জুলস কুন্দে আলেহান্দ্রো বালদের ছিটকে যাওয়া।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় সান সিরোয় ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। গত সপ্তাহে দুদলের প্রথম লেগের ম্যাচটি - সমতায় শেষ হয়।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪০ গোল করেছেন লেভানডফস্কি। তবে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত চারটি ম্যাচে খেলতে পারেননি ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার। মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে ফাইনাল এবং ইন্টারের বিপক্ষে প্রথম লেগেও।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লেভানডফস্কির প্রসঙ্গে ফ্লিক বলেন, “গতকাল আমরা কথা বলেছি এবং সবকিছু সঠিক পথে এগোচ্ছে। সে (লেভানডফস্কি) এখন অনেক ভালো অবস্থায় আছে। সে বেঞ্চে থাকার জন্য তৈরি, প্রয়োজন হলে নামানো হবে।

লেভানডফস্কি ফেরায় এক দশক পর প্রথমবারের মতো বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার আশা বাড়িয়েছে। তবে দুই মূল ফুলব্যাক কুন্দে বালদে এই ম্যাচ থেকে ছিটকে পড়ায় তা দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রথম লেগে বার্সেলোনার রক্ষণের জন্য বড় হুমকি ছিলেন ইন্টারের হয়ে ডান পাশ থেকে আক্রমণ চালানো ডেনজেল ডুমফ্রিস। দলের হয়ে দুটি গোল করার পাশাপাশি একটিতে অ্যাসিস্ট করেছিলেন এই ডাচ রাইট ব্যাক। ফলে কুন্দে বালদেকে ছাড়া ফিরতি লেগে রক্ষণ সাজানো ফ্লিকের জন্য বড় চ্যালেঞ্জই বটে।

আমরা কোচরা প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করি। আমরা দেখি একজন খেলোয়াড় প্রতিটি পরিস্থিতিতে কেমন করছে। বুধবারের (প্রথম লেগ) পারফরম্যান্সের পর হয়তো কিছু পরিবর্তন আনতেই হবে কারণ আমাদের আরও ভালোভাবে ডিফেন্ড করতে হবে।

৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে বর্তমানে লা লিগা টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে আছে পয়েন্টে। আগামী রোববার মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোয় মুখোমুখি হবে এই দুদল। সেই ম্যাচে লিগের শিরোপার ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যেতে পারে।

মন্তব্য করুন: