বিদায়ের রাতে রোনালদোর রেকর্ড স্পর্শ রাফিনিয়ার

বিদায়ের রাতে রোনালদোর রেকর্ড স্পর্শ রাফিনিয়ার

গত ম্যাচেই লিওনেল মেসিকে ছাড়িয়ে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে নতুন কীর্তি গড়েছিলেন রাফিনিয়া। এবার ফিরতি লেগে ইউরোপ ক্লাব সেরার আসরে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

মঙ্গলবার রাতে ইন্টার মিলানের মাঠে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াইয়ে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে গোল করে - ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইন্টার। দুই লেগ মিলিয়ে - গোলের অগ্রগামিতায় ফাইনালে ওঠে ইতালিয়ান ক্লাবটি।

সান সিরোয় ম্যাচের ৮৭তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। বক্সের ভেতর পেদ্রির পাস পাওয়া এই ফরোয়ার্ডের নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন ইয়েন সমের। তবে ফিরতি বল পেয়ে জোরাল শটে তিনি দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন।

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে ১৬ ম্যাচে মোট ২১টি গোলে অবদান (গোল+অ্যাসিস্ট) রাখার কীর্তি গড়েন রাফিনিয়া। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সমান সংখ্যক গোলে অবদান রেখে রেকর্ডটি গড়েছিলেন রোনালদো।

রোনালদোকে স্পর্শ করা ছাড়াও চলতি আসরে আরও একটি রেকর্ডে নাম লেখান রাফিনিয়া। ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৯টি অ্যাসিস্ট করেছেন ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। ১৯৯৯-২০০০ আসরে সমান ৯টি গোলে সহায়তা করার রেকর্ড গড়েছিলেন আরেক পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো।

গত সপ্তাহে ঘরের মাঠে প্রথম লেগে ফেররান তোরেসের গোলে অবদান রেখে মেসিকে ছাড়িয়ে বার্সেলোনার হয়ে এক মৌসুমে সবচেয়ে গোলে অবদান রাখার রেকর্ড গড়েছিলেন রাফিনিয়া। ২০১১-১২ মৌসুমে আর্জেন্টাইন মহাতারকা ১৯টি গোলে অবদান রেখেছিলেন।

মন্তব্য করুন: