ইন্টারের কাছে হেরে রেফারির সিদ্ধান্তে হতাশ বার্সা কোচ

ইন্টারের কাছে হেরে রেফারির সিদ্ধান্তে হতাশ বার্সা কোচ

এক দশক পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে ফিরতি লেগে সান সিরোয় মাঠে নেমেছিল বার্সেলোনা। কিন্তু অতিরিক্ত সময়ে ইন্টার মিলানের বদলি খেলোয়াড় দাভিদে ফ্রাত্তেসির গোলে ৪-৩ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কাতালানদের। আসর থেকে বিদায়ের পর রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ হানসি ফ্লিক।

মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগের রোমাঞ্চকর ম্যাচের ৮৭তম মিনিটে রাফিনিয়ার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। তখন মনে হচ্ছিল ২০১৫ সালের পর ইউরোপ ক্লাব সেরার আসরের ফাইনালের টিকিট হয়ত নিশ্চিত করে ফেলেছে তারা। কিন্তু যোগ করা সময়ে তৃতীয় মিনিটে ফ্রান্সেসকো আচের্বির গোলে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় ইন্টার। সেখানে ৯৯তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ফ্রাত্তেসি।

বার্সেলোনার মাঠে প্রথম লেগের খেলা ৩-৩ সমতায় শেষ হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় ২০২৩ সালের পর আবার ফাইনালে ওঠে ইন্টার।

ম্যাচে রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। বার্সেলোনা ডিফেন্ডার পাও কুবার্সির চ্যালেঞ্জে লাওতারো মার্তিনেস পড়ে গেলে প্রথমে কোনো ফাউল না দিলেও পরে ভিএআরে যাচাইয়ের পর ইন্টারের পক্ষে পেনাল্টি দেন রেফারি। অন্যদিকে হেনরিখ মিখিতারিয়ান বক্সের ভেতর লামিন ইয়ামালকে ফাউল করলে প্রথমে বার্সেলোনাকে পেনাল্টি দেন তিনি। কিন্তু ভিএআরের পর সেটিকে বক্সের বাইরে ফাউল ঘোষণা করে পেনাল্টি বাতিল করা হয়।

এছাড়া ইন্টারের সমতাসূচক গোলের আগে আচের্বির হ্যান্ডবল ও ডেনজেল ডামফ্রিসের ফাউলের দাবি তোলে বার্সেলোনার খেলোয়াড় ও বেঞ্চ, যা আমলে নেননি রেফারি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পোলিশ রেফারির বিরুদ্ধে অভিযোগের সুরে ফ্লিক বলেন, “আমি রেফারিকে নিয়ে বেশি কিছু বলতে চাই না, কিন্তু যেসব সিদ্ধান্ত ৫০-৫০ ছিল, সবই ইন্টারের পক্ষে গেছে। আমি হতাশ, তবে আমার দল নিয়ে নয়। ওরা নিজেদের সর্বোচ্চ দিয়েছে। ব্যাপারটা এমনই। আমরা ছিটকে গেছি, তবে আগামী বছর আবার চেষ্টা করব সমর্থকদের খুশি করতে।

এটা আমাকে দুঃখী করছে আমার দল দুর্দান্ত খেলেছে। আমি রেফারি নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি কী মনে করি তা তাকে বলেছি। তবে আমি কী বলেছি তা এখানে বলবো না।

রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতে চলতি মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর তাদের নজর এখন লা লিগায়। সেখানে রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে ফ্লিকের দল। আগামী রোববার চিরপ্রতিদ্বন্দীদের বিপক্ষে মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোয় মাঠে নামবে তারা। এই ম্যাচের ফলের দিয়ে চলতি মৌসুমের শিরোপা নির্ধারণ হয়ে যেতে পারে।

মন্তব্য করুন: