আর্সেনালকে চ্যাম্পিয়নস লিগের সেরা দল বললেন কোচ
৮ মে ২০২৫

পিএসজির কাছে সেমি-ফাইনালের দুই লেগেই হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। তবে ম্যাচ শেষে ইংলিশ ক্লাবটির কোচ মিকেল আর্তেতা দাবি করেছেন তার দলই আসরের সেরা।
বুধবার রাতে ফিরতি লেগে ঘরের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারায় পিএসজি। গত সপ্তাহে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে ওঠে লুইস এনরিকের দল।
এদিন ম্যাচের শুরুটা দারুণ করেছিল আর্সেনাল। প্রথম ১০ মিনিটেই গাব্রিয়েল মার্তিনেল্লি ও মার্তিন ওদেগার্দের শট দুর্দান্তভাবে ঠেকান পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। এরপর বুকায়ো সাকার একটি দুর্দান্ত শটও ফিরিয়ে দেন এই ইতালিয়ান।
ম্যাচ শেষে হতাশ কণ্ঠে আর্তেতা বলেন, “আমি শতভাগ মনে করি, পুরো টুর্নামেন্টে আর্সেনালের চেয়ে ভালো দল আর ছিল না। তবে আমরা বাদ পড়েছি। আমরা দুই লেগেই আমরা আরও কিছু পাওয়ার যোগ্য ছিলাম। তবে এই প্রতিযোগিতা নির্ধারিত হয় দুই বক্সে। সেখানে সাধারণত বেশিরভাগ সময় স্ট্রাইকাররা থাকে ও গোলকিপাররা। এবং সেখানে দোন্নারুম্মা দুই ম্যাচের সেরা খেলোয়াড়।”
পিএসজির বিপক্ষে সেরা দলটাই হেরেছে কিনা জানতে চাওয়া হলে আর্সেনাল কোচ স্পষ্ট করে বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি। বিশেষ করে ১৬০ মিনিটের পারফরম্যান্স বিচার করলে অবশ্যই। আমি এটা বলছি কারণ তারা নিজেরাও আমাকে তাই বলেছে।”
তবে শুধু হতাশাই নয়, দলের পারফরম্যান্সে গর্বিত আর্তেতা বলেন, “এটা আমাকে প্রচণ্ড গর্বিত করে, আবার ভীষণ কষ্টও দেয়। রাগ লাগছে কারণ আমরা এটা করতে পারিনি। খেলোয়াড়দের চোখে পানি দেখে বুঝলাম, ওরা এটা কতটা চেয়েছিল।”
মন্তব্য করুন: