ক্যারিয়ারের প্রথম শিরোপা তুলে ধরে ভারমুক্ত কেইন

ক্যারিয়ারের প্রথম শিরোপা তুলে ধরে ভারমুক্ত কেইন

চলতি মৌসুমের জার্মান বুন্ডেসলিগার বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হওয়ায় পেশাদার ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন হ্যারি কেইন। অপেক্ষা ছিল হাতে ট্রফিটা তুলে ধরার। শনিবার ঘরের মাঠে সেই স্বপ্ন পূরণ করে ইংলিশ এই স্ট্রাইকার জানিয়েছেন, তার কাঁধ থেকে দীর্ঘ দিনের একটি বোঝা নেমে গেছে।

আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের অন্যতম তারকা টমাস মুলারের শেষ ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। ম্যাচের ৩১তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন কেইন। এবারের মৌসুমে লিগে এটি তার ২৫তম গোল। দুই মৌসুম মিলিয়ে এখন পর্যন্ত তিনি ৬১টি গোল করেছেন।

গত মৌসুমে বায়ার লেভারকুজেনের কাছে লিগ শিরোপা হারানো বায়ার্নের শিরোপা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেইন। উদযাপনের সময় তার হাতে শিরোপা তুলে দেন মুলার। ক্যারিয়ারের প্রথম শিরোপা হাতে মাঠেই স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের সঙ্গে উদযাপন করেন কেইন। এ সময় বিয়ার ঢেলে তাকে ভিজিয়ে দেওয়া হয়।

ম্যাচ শেষে ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, “এটা অনেকদিনের অপেক্ষা ছিল। সব গোলের পুরস্কারের চেয়েও এই ট্রফির মূল্য অনেক বেশি। এটা কোনো গোপন বিষয় নয় যে, আমার ক্যারিয়ারে এই একটা জিনিসই ছিল না।

আমার কাঁধে এই ভারটি ছিল এখন তা সরে গেছে। আমার ব্যক্তিগত অসংখ্য কীর্তি আছে এবং বেশ কয়েকবার শিরোপার অনেক কাছেও গিয়েছিলাম। কিন্তু বেশ কিছু কারণে সেটা কখনও কাজে আসেনি।

এমন মুহূর্ত আমি আগে কখনও পাইনি। এই মুহূর্তটা পাওয়া অনেক সুন্দর। দীর্ঘদিন ধরেই আমি এটার জন্য অপেক্ষা করেছি। আমি জানতাম তারা এখানে কীভাবে উদযাপন করে। এখন আমার ছবি আছে, ভিডিও আছে, স্মৃতি আছে এবং মেডেলটা আছে।

মৌসুম শেষে বায়ার্ন ছাড়তে যাওয়া মুলার এদিন ক্লাবের হয়ে নিজের ৭৫০তম ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন। গোলের সুযোগ পেয়েছিলেন তিনবার, তবে লক্ষ্যভেদ করতে পারেননি। ৮৪তম মিনিটে মাঠ ছাড়ার সময় ৩৫ বছর বয়সী এই জার্মান ফরোয়ার্ডকে গার্ড অব অনার দেওয়া হয়। এছাড়াও স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানায়। শিরোপা উদযাপনের সময় ট্রফি হাতে নিয়ে সবার আগে মুলারের হাতে তুলে দেন অধিনায়ক মানুয়েল নয়ার।

মন্তব্য করুন: