ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করল আর্জেন্টিনা
১৩ মে ২০২৫

আসন্ন ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করেছে আর্জেন্টিনা। নিষিদ্ধ ব্যক্তিদের তালিকা ইতোমধ্যে টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্রের বুয়েনোস আইরেস দূতাবাসে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা মন্ত্রী।
আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ। আর্জেন্টিনার দুই ঐতিহ্যবাহী দল বোকা জুনিয়র্স ও রিভার প্লেটসহ টুর্নামেন্টে অংশ নেবে বিশ্বের আরও ৩০টি দল।
মূলত টুর্নামেন্টের নিরাপত্তার স্বার্থে ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে বলে জানান নিরাপত্তা মন্ত্রী পাত্রিশিয়া বুলরিখ। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “তালিকায় থাকা ১৫ হাজারের বেশি ব্যক্তি স্টেডিয়ামে নিষিদ্ধ থাকবেন। আমাদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনার কোনো স্টেডিয়ামে অপরাধে জড়িত কোনো সহিংস ব্যক্তি যেন এই টুর্নামেন্টে অংশ নিতে না পারেন।”
নিষিদ্ধ ব্যক্তিদের তালিকা তৈরিতে একটি প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে বলে জানান বুলরিখ। এর মাধ্যমে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ১ হাজার ৩২৮টি ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হওয়া ৪০ লাখের বেশি মানুষকে পর্যবেক্ষণে রাখে দেশটি।
ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনায় সর্বোচ্চ ৭৪টি শিরোপা জেতা বোকা জুনিয়র্স খেলবে ‘সি’ গ্রুপে। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখ, নিউ জিল্যান্ডের অকল্যান্ড সিটি ও পর্তুগালের বেনফিকাকে। অন্যদিকে আর্জেন্টিনার শীর্ষ লিগে রেকর্ড ৩৮ বার শিরোপা জেতা রিভার প্লেট খেলবে ‘ই’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস, মেক্সিকোর মন্তেরে ও ইতালির ইন্টার মিলান।
মন্তব্য করুন: