রিয়ালকে বিদায় জানাতে চলেছেন মদ্রিচ

রিয়ালকে বিদায় জানাতে চলেছেন মদ্রিচ

একটি যুগের অবসান ঘটাতে চলেছেন লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল ফুটবলার হিসেবে ২০১৮ ব্যালন ডিঅর জয়ী এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার আসন্ন ক্লাব বিশ্বকাপ শেষে স্প্যানিশ ক্লাবটিকে বিদায় জানাবেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মদ্রিচের ক্লাব ছাড়তে চাওয়ার বিষয়টি জানায় রিয়াল। পরে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় বিষয়টি নিশ্চিত করেন মদ্রিচ নিজেও।

২০১২ সালে সাড়ে ৩ কোটি ইউরো ট্রান্সফার ফিতে টটনাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে মাদ্রিদের ক্লাবটির হয়ে ৫৯০টি ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন ২৮টি শিরোপা, যার মধ্যে আছে রেকর্ড ৬টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

এছাড়াও ৬টি ক্লাব বিশ্বকাপ, ৫টি ইউরোপিয়ান সুপার কাপ, ৪টি লা লিগা, ২টি কোপা দেল রে এবং ৫টি স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন ৩৯ বছর বয়সী মদ্রিচ। রিয়ালের ১২৩ বছরের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জয়ী ফুটবলার হিসেবে ক্লাব ছাড়তে চলেছেন তিনি।  

আগামী শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের জার্সিতে লা লিগায় শেষ ম্যাচ খেলবেন মদ্রিচ। এরপর জুনের ১৪ তারিখ থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া নতুন ফরম্যাটের ৩২ দলের ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন তিনি, যা চলবে ১৩ জুলাই পর্যন্ত।

বিদায়ী বার্তায় মদ্রিচ লেখেন, “সময়টা চলে এসেছে। সেই মুহূর্ত, যা আমি কখনওই আসুক চাইনি। তবে এটাই ফুটবল, জীবনে সব কিছুরই শুরু ও শেষ আছে। শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে আমি রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলব।”

“রিয়াল মাদ্রিদে খেলা আমার জীবন বদলে দিয়েছে, একজন ফুটবলার এবং একজন মানুষ হিসেবে। ইতিহাসের সেরা ক্লাবের অন্যতম সফল একটি প্রজন্মের অংশ হতে পেরে আমি গর্বিত। ক্লাব বিশ্বকাপের পর আর মাঠে হয়তো এই জার্সি গায়ে জড়াব না। কিন্তু আমি আজীবন মাদ্রিদিস্তা হয়ে থাকব।”

“আমরা আবারও একদিন দেখা করব। রিয়াল মাদ্রিদ চিরকালই আমার ঘর হয়ে থাকবে।”

২০১৮ সালে বিশ্বকাপে মদ্রিচের অধীনে ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। সেই মৌসুমে ক্লাব ও জাতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির আধিপত্য ভেঙে ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। এছাড়াও পেয়েছিলেন ফিফার বর্ষসেরা খেলোয়াড় এবং উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব।

মদ্রিচকে রিয়ালের ইতিহাসের অন্যতম কিংবদন্তি আখ্যা দিয়ে ক্লাবের তরফ থেকে জানানো হয়, তার সম্মানে লিগে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে বিশেষ আয়োজন করা হবে।  

মন্তব্য করুন: