২০২৮ পর্যন্ত বার্সেলোনায় থাকছেন ব্রাজিলের রাফিনিয়া

২০২৮ পর্যন্ত বার্সেলোনায় থাকছেন ব্রাজিলের রাফিনিয়া

চলতি মৌসুমে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে অন্যতম ভূমিকা রেখেছেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সঙ্গে তাই ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে কাতালান ক্লাবটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রাফিনিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় বার্সেলোনা। ২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে দলে যোগ দেন তিনি। আগের চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত দলের সঙ্গে থাকার কথা ছিল ২৮ বছর বয়সী এই ফুটবলারের।

এবারের মৌসুমে বার্সেলোনাকে লা লিগা, কোপা দেল রে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতাতে বড় অবদান রাখেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোল করার পাশাপাশি তিনি ২৫টি গোলও করিয়েছেন।

২০১৯ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে বার্সেলোনাকে তুলে স্পর্শ করেন টুর্নামেন্টটির এক আসরে সবচেয়ে বেশি ২১ গোলে অবদান রাখার রেকর্ড। এতদিন এই রেকর্ডের একক মালিকানা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর।

চুক্তির মেয়াদ বাড়িয়ে বার্সা ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, “এটা আমার জন্য অত্যন্ত সম্মানজনক বিশেষ কিছু। এটি আমাকে খুব খুশি করেছে। আমি যখন এখানে এসেছিলাম, তখন থেকেই ভক্তদের আনন্দ দেওয়া আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল।

আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার স্বপ্ন হচ্ছে, ক্যারিয়ারের শেষ পর্যন্ত বার্সেলোনায় খেলা। আর আমি আশা করছি, এটা আমার সেরা অবস্থায় থেকে করতে পারব।

মন্তব্য করুন: