বার্সেলোনায় ১০০ গোলের মাইলফলকে লেভানডফস্কি

বার্সেলোনায় ১০০ গোলের মাইলফলকে লেভানডফস্কি

স্প্যানিশ লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে তিন মিনিটের মধ্যে জোড়া গোলকে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন রবের্ট লেভানডফস্কি এর মাধ্যমে কাতালান ক্লাবটির জার্সি গায়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই পোলিশ মিডফিল্ডার একই সঙ্গে জয় দিয়ে দারুণ এক মৌসুম শেষ করেছে হানসি ফ্লিকের দলও

রোববার মৌসুমের শেষ ম্যাচে আথলেতিক বিলবাওয়ের মাঠে - গোলের জয় পায় বার্সেলোনা ১৪তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেওয়ার পর ১৭তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডফস্কি ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন দানি ওলমো

প্রথম গোলটি ছিল বার্সেলোনার জার্সি গায়ে লেভানডফস্কির একশতম গোল সব মিলিয়ে স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৪৭ ম্যাচে তার গোল সংখ্যা এখন ১০১টি এর আগে বরুশিয়া ডর্টমুন্ড বায়ার্ন মিউনিখেও একশ গোল করার মাইলফলক স্পর্শ করেন তিনি

সব মিলিয়ে চলতি মৌসুমে ২৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দুইয়ে থেকে লিগ শেষ করলেন ৩৬ বছর বয়সী এই তারকা ৩১ গোল নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে

আগের মৌসুমে ট্রফিহীন থাকা বার্সেলোনা এবার ফ্লিকের অধীনে ঘরোয়া ট্রেবল জিতেছে লা লিগার পাশাপাশি কোপা দেল রে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে তারা তিন প্রতিযোগিতাতেই দলটি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়েছে

৩৮ ম্যাচে ২৮ জয় চার ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে আসর শেষ করল বার্সেলোনার তাদের চেয়ে পয়েন্ট কম নিয়ে রানার্স-আপ গতবারের চ্যাম্পিয়ন রিয়াল

স্পেন থেকে এই দুই দলের সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে আগে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ, আথলেতিক বিলবাও ভিয়ারিয়াল লা লিগা থেকে অবনমন হয়েছে লেগানেস, লাস পালমাস রিয়াল ভায়াদলিদের

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add