শেষ ম্যাচে এমবাপ্পেকে মাঠে পাওয়ার আশায় রিয়াল

শেষ ম্যাচে এমবাপ্পেকে মাঠে পাওয়ার আশায় রিয়াল

অসুস্থতাজনিত কারণে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও মাঠের বাইরে থাকতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে। তবে এই ফরাসি তারকা এখন অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন কোচ শাবি আলোনসো। অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে এমবাপ্পে খেলতে পারবেন বলে আশা করছেন তিনি।

রোববার রাতেএইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর ক্লাব পাচুকার মুখোমুখি হবে রিয়াল। তবে দলের সঙ্গে এই ম্যাচের ভেন্যু নর্থ ক্যারোলাইনার শার্লোটে যাননি এমবাপ্পে। বর্তমানে তিনি ফ্লোরিডার পাম বিচে দলের বেস ক্যাম্পে আছেন।

এর আগে জ্বরের কারণে গত বুধবার আল-হিলালের বিপক্ষে রিয়ালের - গোলে ড্র করা ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। এরপর গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসে।

পাচুকার বিপক্ষে ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে এমবাপ্পের সবশেষ শারীরিক অবস্থা জানিয়ে আলোনসো বলেন, “সে এখন অনেকটাই ভালো। দুই দিন আগে সে হাসপাতালে থেকে ফিরেছে। সে সেরে উঠছে। প্রতিদিনই আমরা আরও আশাবাদী হচ্ছি যে, সালজবুর্গের বিপক্ষে তাকে পাব।

আল-হিলালের বিপক্ষে ম্যাচে মায়ামির গরমে বেশ ভুগতে হয়েছিল রিয়ালকে। পাচুকার বিপক্ষে স্থানীয় সময় দুপুর ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচেও প্রতিপক্ষের পাশাপাশি তাদের লড়তে হবে গরমের সঙ্গে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে। বিষয়টি খেলোয়াড়দের জন্য সুবিধাজনক নয় বলে জানান রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

 “আমরা যখন ইউরোপে গ্রীষ্মকালে ম্যাচ খেলি তখন তা সাধারণত সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এটা কোনো অজুহাত না। তারা ইউরোপিয়ান বাজারের জন্য এমন সময় ঠিক করেছে। কিন্তু খেলোয়াড়দের স্বাস্থ্য পারফরম্যান্সের দিক থেকে এটা আদর্শ নয়। আমি সন্ধ্যায় খেলতে বেশি পছন্দ করতাম।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add