ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপ থেকে একধাপ দূরে বাংলাদেশ
২ জুলাই ২০২৫

ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে শক্তিশালী মায়ানমারকে হারিয়ে মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্ব থেকে একধাপ দূরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।
বুধবার মায়ানমারের ইয়াঙ্গুনে এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের ২-১ গোলে হারায় পিটার বাটলারের দল।
১৯তম মিনিটে ঋতুপর্ণার ফ্রি-কিক রক্ষণ দেয়ালে প্রতিহত হয়। ফিরতি নিচু শট জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। এর মিনিট পাঁচেক পর শামসুন্নাহার জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে।
সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে। কিন্তু ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলের দেখা পায়নি মায়ানমার। ৭২তম মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। শেষ দিকে একটি গোল শোধ করে মায়ানমার।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে তারা। তুর্কেমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাইপর্ব শুরু করা মিয়ানমারের পয়েন্ট ৩। এক ম্যাচ করে খেলা বাহরাইন ও তুর্কেমেনিস্তান এখনও কোনো পয়েন্ট পায়নি।
আগামী শনিবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে তুর্কেমেনিস্তানের মুখোমুখি হবে ঋতুপর্ণা-তহুরারা। এই ম্যাচে ড্র করলেই প্রথমবারের মতো আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের।
১২ দলের এশিয়ান কাপের জন্য এরই মধ্যে চারটি দল চূড়ান্ত হয়েছে। বাকি আটটি দল আসবে চলমান বাছাইপর্ব থেকে। আটটি গ্রুপের শীর্ষ দলগুলো মূলপর্ব নিশ্চিত করবে। অর্থাৎ, মূল আসরে খেলতে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: