এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

মায়ানমারকে হারিয়ে মূলপর্ব থেকে একধাপ দূরে দাঁড়িয়েছিল ঋতুপর্ণা-আফঈদারা। এবার গ্রুপের অন্য ম্যাচ ড্র হওয়ায় মিলে গেছে বাকি সমীকরণও। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

বুধবার ইয়াঙ্গুনে ‘সি গ্রুপের ম্যাচে স্বাগতিক মায়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। বাহরাইন ও তুর্কেমেনিস্তানের মধ্যকার গ্রুপের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। আর এতেই গ্রুপ সেরা হওয়া নিশ্চিত হয় পিটার বাটলারের দলের। সঙ্গে মেলে বাছাইপর্বের প্রথম দল হিসেবে মূলপর্বের টিকিটও।

সি গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মায়ানমার। বাহরাইন ও তুর্কেমেনিস্তানের পয়েন্ট ১ করে। এই দুই দলের কারোরই সুযোগ নেই বাংলাদেশের সমান পয়েন্ট হওয়ার।

অন্যদিকে বাংলাদেশের সমান পয়েন্ট পাওয়ার সুযোগ আছে কেবল মিয়ানমারের। আগামী শনিবার তারা খেলবে বাহরাইনের বিপক্ষে। এই ম্যাচে স্বাগতিকরা জিতলে তাদের পয়েন্ট হবে বাংলাদেশের সমান ৬। কিন্তু হেড টু হেডে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় নিয়ম অনুযায়ী বাংলাদেশের নীচেই থাকবে তারা।

ফলে একই দিন তুর্কেমেনিস্তানের বিপক্ষে হেরে গেলেও হেড টু হেডে এগিয়ে থাকায় আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়ার আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

মন্তব্য করুন: