প্রথম দ্বিশতকেই গাভাস্কার-দ্রাবিড়দের ছাড়িয়ে গেলেন গিল
৩ জুলাই ২০২৫

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতেই ছাড়িয়ে ভারতের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়কে গেছেন শুভমান গিল। ভারতীয় ব্যাটারদের মধ্যে সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন ডানহাতি এই ব্যাটার।
বৃহস্পতিবার বার্মিংহ্যামে ম্যাচের দ্বিতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় শতক তুলে নেন গিল। জশ টাংয়ের করা ১২২তম ওভারের প্রথম বলটি ফাইন লেগে ঠেলে দিয়ে এক রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন ভারত অধিনায়ক।
এতদিন ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতের হয়ে দ্বিশতক ছিল কেবল গাভাস্কার ও দ্রাবিড়ের। ১৯৭৯ সালের আগস্টে ওভালে স্বাগতিকদের বিপক্ষে ২২১ রানের ইনিংস খেলেন গাভাস্কার। এতদিন এটিই ছিল দেশটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। হ্যারি ব্রুকের করা ১২৫তম ওভারের পঞ্চম বলে চার মেরে গাভাস্কারকে ছাড়িয়ে যান গিল।
২০০২ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ভারতীয় হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকান দ্রাবিড়। ওভালে অনুষ্ঠিত সেই ম্যাচে ২১৭ রান করেন টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান-সংগ্রাহক।
১১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা গিল এখন দেশের বাইরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন। এতদিন ২০০ রান নিয়ে এই তালিকায় শীর্ষে ছিলেন বিরাট কোহলি। গত মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো ডানহাতি এই ব্যাটার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান করেছিলেন।
রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে ভারতের নতুন অধিনায়ক করা হয় গিলকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করা ২৬ বছর বয়সী এই ব্যাটার প্রথম ম্যাচে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৪৭ রানের ইনিংস। এবার দ্বিতীয় ম্যাচে ছাড়িয়ে গেলেন নিজেকেও।
মন্তব্য করুন: