শুরুর একাদশে এমবাপ্পের খেলা এখনও অনিশ্চিত

শুরুর একাদশে এমবাপ্পের খেলা এখনও অনিশ্চিত

শেষ ষোলোর ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচে শুরুর একাদশে ফরাসি এই তারকার খেলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো।

শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল।

অসুস্থতা কাটিয়ে গত মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে ইউভেন্তুসের বিপক্ষে - গোলে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। এর আগে গ্যাস্ট্রোএনটেরাইটিসে আক্রান্ত হওয়ায় গ্রুপপর্বের কোনো ম্যাচে খেলতে পারেননি তিনি। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার আগে এমবাপ্পের সবশেষ অবস্থা জানিয়ে সাংবাদিকদের আলোনসো বলেন, “সে আরও ভালো হচ্ছে, গত তিন দিনে তার অবস্থা উন্নতি হয়েছে। আগামীকাল সকালে তার শুরুর একাদশে থাকার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।

এমবাপ্পের অনুপস্থিতিতে রিয়াল ভরসা রেখেছে গনসালো গার্সিয়ার ওপর। ২১ বছর বয়সী স্প্যানিশ এই ফরোয়ার্ড চার ম্যাচে তিনটি গোল একটি অ্যাসিস্ট করেছেন।

এমবাপ্পে গার্সিয়াকে একসঙ্গে খেলানোর বিষয়ে রিয়াল কোচ বলেন, “আমি মনে করি গার্সিয়া এমবাপ্পে একে অপরের সহায়ক হতে পারে। প্রয়োজন হলে আমি অবশ্যই বিষয়টি বিবেচনায় আনব।

রিয়ালের প্রতিপক্ষে ডর্টমুন্ডও আছে দুর্দান্ত ছন্দে। মেক্সিকোর ক্লাব মনতেরেইকে - গোলে হারিয়ে শেষ আটে পা রাখে তারা। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর জার্মান দলটি উন্নতি করছে বলে মনে করেন আলোনসো।

ডর্টমুন্ড খুব ভালো দল। কোচ নিকো কোভাচ দায়িত্ব নেওয়ার পর থেকে ওরা উন্নতি করেছে, এগিয়ে যাচ্ছে। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ, কালকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

মন্তব্য করুন:

Add