ক্লাব বিশ্বকাপে রিয়ালের নতুন তারকা গন্সালো গার্সিয়া

ক্লাব বিশ্বকাপে রিয়ালের নতুন তারকা গন্সালো গার্সিয়া

ক্লাব বিশ্বকাপ শুরুর আগেও গন্সালো গার্সিয়াকে কেউ সেভাবে চিনত না। গ্রুপপর্বে কিলিয়ান এমবাপ্পের অসুস্থতার কারণে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। সুযোগ পেয়েই তা যেন দুহাতে লুফে নিয়েছেন এই ফরোয়ার্ড। পাঁচ ম্যাচে নিজের চতুর্থ গোল করে রিয়াল মাদ্রিদকে সেমি-ফাইনালে তুলেছেন এই স্প্যানিয়ার্ড।

বাংলাদেশ সময় রোববার সকালে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে - গোলে জয়ের ম্যাচে রিয়ালের হয়ে প্রথম গোল করেন গার্সিয়া।

৩২ দল নিয়ে নতুন ফরম্যাটে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে উন্মাদনা ছড়ানোর জন্য বড় বড় তারকাদের দিকেই তাকিয়ে ছিলেন আয়োজকরা। এই তালিকায় ছিলেন রিয়ালের এমবাপ্পে, ভিনিসুস জুনিয়র, জুড বেলিংহ্যামের মতো তারকারা। কিন্তু স্প্যানিশ ক্লাবটির সব আলো যেন কেড়ে নিচ্ছেন রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে উঠে আসা ২১ বছর বয়সী গার্সিয়া।

টুর্নামেন্ট শুরুর আগে রিয়ালের স্কোয়াডে থাকা স্ট্রাইকার এমবাপ্পে গ্যাস্ট্রোএনটেরাইটিসে আক্রান্ত হওয়ায় সুযোগ মূল একাদশের হয়ে মাঠে নামার সুযোগ আসে গার্সিয়ার। সুযোগ কাজে লাগিয়ে এখন পর্যন্ত চার গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি।

সেমি-ফাইনালে ওঠার পর গার্সিয়ার পারফরম্যান্সের প্রশংসা করে রিয়াল কোচ শাবি আলোনসো বলেন, “আমরা ওকে আগের ম্যাচগুলোতেও দেখেছি। আজকেও সে নিজেকে প্রমাণ করেছে। সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছে।

গ্রুপপর্বের আল-হিলালের বিপক্ষে - ড্র হওয়া প্রথম ম্যাচে গোল করেন গার্সিয়া। এরপর পাচুকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একটি গোলে সহায়তা করেন তিনি। সালজবুর্গের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোল করে দলে জয়ে অবদান রাখেন।

ইউভেন্তুসের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে দারুণ এক হেডে ম্যাচের একমাত্র গোলটি করেন গার্সিয়া। সেদিন তরুণ এই স্প্যানিশের বদলি হিসেবে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে মাঠে নামেন এমবাপ্পে। ডর্টমুন্ডের বিপক্ষেও দ্বিতীয়ার্ধেও বদলি হিসেবে মাঠে নামেন ফরাসি এই তারকা। তবে এবার গার্সিয়ার বদলে নয়, তিনি নামেন ভিনিসুসের জায়গায়। এই বদলের মাধ্যমেই যেন ফুটে উঠছে রিয়ালে গার্সিয়ার উত্থান।

এ বিষয়ে আলোনসো বলেন, সে সঠিক সময়ে সঠিক জায়গায় আছে। আমরা তার কাজ নিয়ে খুশি। সবচেয়ে বড় কথা সে গোল করছে।

লা লিগায় যার খেলার অভিজ্ঞতা ছিল হাতে গোনা, সেই গার্সিয়া এখন আলোনসোর আক্রমণভাগের কেন্দ্রবিন্দু। আগামী বুধবার মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে সেমি-ফাইনালে মাঠে নামবে রিয়াল।

মন্তব্য করুন:

Add