শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে অনূর্ধ্ব-২০ সাফ শুরু বাংলাদেশের
১১ জুলাই ২০২৫

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে উড়িয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। সাগরিকার হ্যাটট্রিকে ৯-১ গোলের জয় পেয়েছে পিটার বাটলারের দল।
শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক থেকে গোল উৎসবের শুরু করেন স্বপ্না রানী। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার।
এরপর লঙ্কান রক্ষণভাগে আক্রমণের ধার বাড়ালেও পরের গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৩৭তম মিনিট পর্যন্ত। নিজের প্রথম গোল করেন সাগরিকা।
দ্বিতীয়ার্ধের শুরুতে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন মুনকি। ৫০তম মিনিটে ক্রস থেকে গোল করেন শিখা জাহান। মিনিট তিনেক পর একক চেষ্টায় ব্যবধান বাড়ান সাগরিকা। ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। এরপর তাকে তুলে নেন কোচ বাটলার।
৮৫তম মিনিটে দলের অষ্টম গোলটি করেন রুপা আক্তার। যোগ করা সময়ে পাল্টা আক্রমণে এক গোল শোধ দেয় শ্রীলঙ্কা। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বাংলাদেশের হয়ে শেষ গোলটি করেন শান্তি মার্দি।
এই ম্যাচে সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইপর্বের জাতীয় দলে থাকা আটজনকে শুরুর একাদশে নামান বাংলাদেশ কোচ। আগামী রোববার নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।
মন্তব্য করুন: