এসি মিলানের সঙ্গে ১ বছরের চুক্তি মদ্রিচের

১৫ জুলাই ২০২৫

এসি মিলানের সঙ্গে ১ বছরের চুক্তি মদ্রিচের

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের অধ্যায়ের ইতি টেনে লুকা মদ্রিচের এসি মিলানে যাওয়ার খবর আগেই জানা গিয়েছিল। এখন জানা গেল চুক্তির মেয়াদ। এক বছরের জন্য ক্রোয়েশিয়ার অধিনায়ককে দলে নিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

সোমবার এক বিবৃতিতে মিলান জানায়, ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

চলতি মাসের শুরুতেই দলটির নতুন কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রি ক্লাব বিশ্বকাপ শেষে মদ্রিচের মিলানের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। ক্লাবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় মদ্রিচ বলেন, “নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি দারুণ খুশি।

আগামী সেপ্টেম্বরে ৪০ বছরে পা দিতে যাওয়া এই মিডফিল্ডার মিলানে ১৪ নম্বর জার্সি পরে খেলবেন।

রিয়ালের হয়ে মদ্রিচ খেলেছেন ৫৯৭টি ম্যাচ, জিতেছেন ২৮টি শিরোপা, যার মধ্যে রয়েছে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগার ট্রফি। গত বুধবার ক্লাব বিশ্বকাপ সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হারের ম্যাচে শেষবারের মতো রিয়ালের জার্সিতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

জাতীয় দলের হয়েও ইতিহাস গড়েছেন মদ্রিচ। ক্রোয়েশিয়ার জার্সি গায়ে সর্বোচ্চ ১৮৮ ম্যাচে মাঠে নামা এই মিডফিল্ডার করেছেন ২৮টি গোল। ২০১৮ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। জেতেন গোল্ডেন বলও। সে বছরই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ১১ বছরের আধিপত্য ভেঙে ব্যালন ডিঅর জিতেছিলেন মদ্রিচ।

গত মৌসুমে সেরি আতে অষ্টম হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা না পাওয়া মিলান নতুন মৌসুম শুরু করবে আগামী ২৩ আগস্ট।

মন্তব্য করুন: