রিয়ালের নতুন ডিফেন্ডার কাররেরাস

১৫ জুলাই ২০২৫

রিয়ালের নতুন ডিফেন্ডার কাররেরাস

সাম্প্রতিক সময়ে একের পর এক ডিফেন্ডারদের চোট নিয়ে বেশ ভুগতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। নতুন মৌসুম শুরুর আগে এবার রক্ষণভাগে তিন ফুটবলারকে দলে ভিড়িয়েছে তারা। এই তালিকায় নতুন সদস্য একসময় ক্লাবটির একাডেমিতে খেলা আলভারো কাররেরাস।

সোমবার পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ছয় বছরের চুক্তিতে স্প্যানিশ এই ডিফেন্ডারকে দলে নেওয়ার কথা জানায় রিয়াল। ট্রান্সফার ফির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানা গেলেও স্প্যানিশ গণমাধ্যমের মতে, ২২ বছর বয়সী কাররেরাসকে দলে নিতে ৫ কোটি ইউরো খরচ করেছে ক্লাবটি।

ক্লাব বিশ্বকাপের আগে রক্ষণভাগের শক্তি বাড়াতে লিভারপুল থেকে অভিজ্ঞ ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও বোর্নমাউথ থেকে উদীয়মান ডিন হুইসেনকে দলে নেয় স্প্যানিশ জায়েন্টরা।

রিয়াল একাডেমিতে তিন বছর কাটানোর পর ২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাররেরাস। ইংলিশ ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দলে খেলেন তিনি। পরে ক্লাবটির মূল দলে ডাক পেলেও কখনও খেলার সুযোগ হয়নি তার।

ইউনাইটেডে থাকার সময় প্রেস্টন নর্থ এন্ড ও গ্রানাডায় ধারে খেলেন কাররেরাস। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে ধারে পাড়ি জমান বেনফিকায়। সেখানে যোগ দেওয়ার এক সপ্তাহ পরই পর্তুগিজ ক্লাবটির হয়ে তার অভিষেক হয়।

মৌসুম শেষে কাররোসকে কিনে নেয় বেনফিকা। খেলেছেন দলটির হয়ে সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপেও। পর্তুগিজ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ ম্যাচে মাঠে নেমে ৫ গোল করার পাশাপাশি ৬টিতে অ্যাসিস্ট করেছেন তিনি।

মন্তব্য করুন: