আতলেতিকোতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার আলমাদা

১৬ জুলাই ২০২৫

আতলেতিকোতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার আলমাদা

ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে দলে নিচ্ছে আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

স্থানীয় গণমাধ্যমের মতে, আতলেতিকোর সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করতে যাচ্ছেন আলমাদা। আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জেতা এই ফুটবলারকে দলে নিতে ২ কোটি ১০ লাখ ইউরো খরচ করবে ক্লাবটি।

আর্জেন্টাইন ক্লাব ভেলেস সার্সফিল্ডের হয়ে ২০১৮ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা আলমাদা মেজর লিগ সকারের দল আটালান্টা ইউনাইটেডের হয়ে খেলেছেন। সেখান থেকে ২০২৪ সালে যোগ দেন বোতাফোগোতে। সে বছর দলটির হয়ে ব্রাজিলিয়ান সেরি আ এবং দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা লিবারতাদোরেস জেতেন তিনি।

চলতি বছর জানুয়ারিতে ধারে অলিম্পিক লিওঁতে যোগ দেন আলমাদা। ফরাসি ক্লাবটির হয়ে লিগ ওয়ানে ১৬টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার।

মন্তব্য করুন: