৩ মাসের জন্য মাঠের বাইরে বেলিংহ্যাম
১৭ জুলাই ২০২৫

দীর্ঘ দিন ধরেই কাঁধের সমস্যায় ভুগছিলেন জুড বেলিংহ্যাম। ক্লাব বিশ্বকাপ শেষে এবার কাঁধের অস্ত্রোপচার করিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার। ফলে আগামী অক্টোবর পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
বুধবার এক বিবৃতিতে রিয়াল জানায়, বেলিংহ্যামের অস্ত্রোপচারটি সফল হয়েছে। এখন তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। এরপর অনুশীলনে ফিরবেন তিনি।
ক্লাবের তরফ থেকে ২২ বছর বয়সী এই তারকার মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অন্তত দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বেলিংহ্যামকে। ফলে অক্টোবরের আগে তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা কম।
সেপ্টেম্বরে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতেও মাঠের বাইরে থাকতে পারেন বেলিংহ্যাম।
২০২৩ সালের নভেম্বরে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে প্রথমবার বাঁ কাঁধে আঘাত পান বেলিংহ্যাম। এরপর প্রায় প্রতিটি ম্যাচেই কাঁধে স্ট্র্যাপ বেঁধে খেলেছেন তিনি। গত জুনে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “স্লিং পরে খেলতে খেলতে আমি ক্লান্ত।”
ক্লাব বিশ্বকাপে সেমি-ফাইনালে পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় রিয়াল। আগামী ১৯ আগস্ট নতুন কোচ শাবি আলোনসোর অধীনে ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে লা লিগার নতুন মৌসুম শুরু করবে তারা।
২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১১ কোটি ৫০ লাখ পাউন্ডে রিয়ালে যোগ দেন এই ইংলিশ মিডফিল্ডার। প্রথম মৌসুমেই জিতেছিলেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ, করেছিলেন ৪৩ ম্যাচে ২৩ গোল।
গত মৌসুমে পারফরম্যান্সের ধার কিছুটা কমলেও ৫৮ ম্যাচে ১৫ গোল করেন বেলিংহ্যাম। মৌসুমের শেষে বার্সেলোনার কাছে লা লিগার শিরোপা হারায় রিয়াল। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
মন্তব্য করুন: