এবার শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৫ গোল

১৯ জুলাই ২০২৫

এবার শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৫ গোল

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জালে গোলউৎসবে মেতেছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচেও তাদের জালে একের পর এক বল জড়িয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে আফঈদা-তৃষ্ণারা।

শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনা লাগোয়া প্র্যাকটিস গ্রাউন্ডে রাউন্ড রবিন লিগের ফিরতি লেগে শ্রীলঙ্কাকে - গোলে হারায় বাংলাদেশ। প্রথম দেখায় লঙ্কানদের - ব্যবধানে হারিয়েছিল জেমস বাটলারের দল।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে আছে নেপাল। আগামী সোমবার তাদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হার এড়ালেই পঞ্চম শিরোপা ঘরে তুলবে বাংলার মেয়েরা।

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয় মিনিটে গোলের দেখা পেলেও এদিন স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ২৪তম মিনিট পর্যন্ত। গোল করেন কানন রানী। প্রথমার্ধে শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন পূজা দাস। ৭৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এই ডিফেন্ডার।

৮৬তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন তৃষ্ণা রানী। আর যোগ করা সময়ে অধিনায়ক আফঈদা খন্দকারের পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলের বড় জয় নিশ্চিত করেন।

মন্তব্য করুন: