সাগরিকার ৪ গোলে নেপালকে গুঁড়িয়ে শিরোপা বাংলাদেশের

২১ জুলাই ২০২৫

সাগরিকার ৪ গোলে নেপালকে গুঁড়িয়ে শিরোপা বাংলাদেশের

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচে ড্র করলেই হতো বাংলাদেশের। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাগরিকার চার গোলে নেপাল গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিটার বাটলারের দল।

সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালকে - গোলে হারায় বাংলাদেশ। চার দল নিয়ে অনুষ্ঠিত এবারের আসরে টানা ছয় ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। রানার্স-আপ হয়েছে নেপাল।

সব মিলিয়ে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের ষষ্ঠ আসরে এটি বাংলাদেশের পঞ্চম ও টানা তৃতীয় শিরোপা।

ম্যাচের শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই ম্যাচ দিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন সাগরিকা। প্রথম দেখায় নেপালের বিপক্ষে - গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এই ফরোয়ার্ড।

আক্রমণাত্মক শুরু করা বাংলাদেশকে অষ্টম মিনিটে এগিয়ে দেন সাগরিকা। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। পর মুহূর্তেই মাঝমাঠ থেকে পাওয়া বল গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন এই ফুটবলার। বদলি হিসেবে মাঠ ছাড়ার আগে ৭৬তম মিনিটে দলের শেষ গোলটি করেন তিনি।

মন্তব্য করুন: