সাড়ে ৬ কোটি পাউন্ডে ‘স্বপ্নের ক্লাব’ ম্যান ইউতে এমবুমো

২২ জুলাই ২০২৫

সাড়ে ৬ কোটি পাউন্ডে ‘স্বপ্নের ক্লাব’ ম্যান ইউতে এমবুমো

ব্রেন্টফোর্ড থেকে ব্রায়ান এমবুমোকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যামেরুনের এই ফরোয়ার্ডের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছে ইংলিশ ফুটবলের অন্যতম সফল ক্লাবটি।

সোমবার এক বিবৃতিতে এমবুমোকে দলে নেওয়ার কথা জানায় ইউনাইটেড। ২৫ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিতে ট্রান্সফার ফি হিসেবে ব্রেন্টফোর্ডকে ৬ কোটি ৫০ লাখ দিয়েছে ক্লাবটি। বিভিন্ন সংযুক্তি মিলিয়ে তাদের আরও ৬০ লাখ পাউন্ডের মতো খরচ করতে হতে পারে।

চুক্তির মেয়াদ শেষ হলে আরও এক বছরের জন্য তা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

২০১৯ সালে ব্রেন্টফোর্ডে যোগ দেওয়ার পর সেখানে ছয় বছর ছিলেন এমবুমো। তবে প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমে ২০ গোল করে নজর কাড়েন তিনি। মৌসুমে তার চেয়ে বেশি গোল করেছিলেন কেবল লিভারপুলের মোহাম্মদ সালাহ (২৯), নিউক্যাসল ইউনাইটেডের আলেকজান্ডার ইসাক (২৩) ও ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্দ (২২)।

সব মিলিয়ে লন্ডনের ক্লাবটির হয়ে ২৪২ ম্যাচে ৭০ গোলের পাশাপাশি ৫১টি সহায়তা করেন এমবুমো।

গত মৌসুমে এমবুমোর দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে দলে পেতে জোর চেষ্টা চালায় ইউনাইটেড। বিভিন্ন গণমাধ্যমের মতে, তাদের দেওয়া দুটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ব্রেন্টফোর্ড। বেশি দামের কারণে এক পর্যায়ে আলোচনা প্রায় ভেস্তে যেতে বসেছিল। তবে শেষ স্বপ্নের ক্লাব ইউনাইটেডেই পাড়ি জমালেন এমবুমো।

আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর এমবুমো বলেন, “যখনই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সুযোগ পেলাম, নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ার বিষয়ে এক মুহূর্তও ভাবিনি। ছোটবেলায় তাদের জার্সি পরে ঘুরতাম।

আমার মানসিকতা হলো প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও উন্নত করার চেষ্টা করা। আমি জানি, এই ক্লাবে আমি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবোG কোচ রুবেন আমুরি ও বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারাটা আমার জন্য বিশাল সুযোগ।

যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে তিনটি ম্যাচ খেলবে ইউনাইটেড। আগামী ২৬ জুলাই নিউ জার্সিতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে, ৩০ জুলাই শিকাগোতে বোর্নমাউথের বিপক্ষে এবং ৩ আগস্ট আটলান্টায় এভারটনের বিপক্ষে।

মন্তব্য করুন: