বার্সেলোনায় ঘরের মতোই লাগছে র‍্যাশফোর্ডের

২৪ জুলাই ২০২৫

বার্সেলোনায় ঘরের মতোই লাগছে র‍্যাশফোর্ডের

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আনুষ্ঠানিকভাবে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন মার্কাস র‍্যাশফোর্ড। চুক্তি স্বাক্ষরের পর এই ইংলিশ ফরোয়ার্ড জানিয়েছেন, স্প্যানিশ ক্লাবটি তার কাছে ঘরের মতোই লাগছে।

বুধবার এক বছরের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তি করেন ্যাশফোর্ড। চুক্তিতে মৌসুম শেষে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। যদিও দুদলের কেউই অর্থের পরিমাণ জানায়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, র‍্যাশফোর্ডকে নিজেদের করে নিতে আগামী মৌসুমে কোটি ইউরো গুণতে হতে পারে বার্সেলোনাকে। এছাড়াও ক্লাবটিতে যোগ দিতে নিজের বেতনের পরিমাণও কমিয়েছেন তিনি।

লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে ১৪ নম্বর জার্সি পরে মাঠে নামবেন ্যাশফোর্ড। চুক্তি স্বাক্ষর শেষে বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “খুব রোমাঞ্চিত। এটা এমন একটা ক্লাব যেখানে স্বপ্ন সত্যি হয়। বড় শিরোপা জেতে তারা এবং ক্লাবটি যা প্রতিনিধিত্ব করে, তা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

এখানে মনে হচ্ছে আমি নিজের ঘরে আছি এবং এটা এখানে আসার বড় একটা কারণ। আমার কাছে এটা একটা পারিবারিক ক্লাব, যেখানে সবাই স্বচ্ছন্দে থাকে। এখানে ভালো খেলোয়াড়দের নিজেকে মেলে ধরার দারুণ পরিবেশ আছে।

কোচ হানসি ফ্লিকের সঙ্গে আলোচনার পর বার্সেলোনায় আসার সিদ্ধান্ত আরও সহজ জানিয়ে ্যাশফোর্ড বলেন, “গত মৌসুমে উনি যা করেছেন, তা অসাধারণ। তরুণ একটা দলকে সাফল্য এনে দিয়েছেন এবং এবারও আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ফিরেছেন। এটা আমাকে ক্লাব সম্পর্কে আমার ধারণাকে আরও পোক্ত করেছে।

গত মে মাসে ইএসপিএনকে বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো জানান, জানুয়ারি থেকেই ্যাশফোর্ডের প্রতি তাদের আগ্রহ তৈরি হয় এবং গ্রীষ্মের দলবদলেও তার নাম তালিকায় আছে। মূলত নতুন একজন বাঁ দিকের উইঙ্গার খোঁজার অংশ হিসেবেই তাকে বিবেচনায় নেওয়া হয়।

বার্সেলোনার আক্রমণভাগে লামিনে ইয়ামাল, রাফিনিয়া, রবের্ট লেভানডোফস্কি, ফেররান তোরেস দানি ওলমোর সঙ্গে যোগ দেবেন ্যাশফোর্ড।

এক সময় ম্যানচেস্টার ইউনাইটেডেরঘরের ছেলে হিসেবে বিবেচিত হওয়া র‍্যাশফোর্ডের সঙ্গে ক্লাবটির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে কোচ রুবেন আমুরির সঙ্গে বিরোধের কারণে। পর্তুগিজ এই কোচ জানান, তার পরিকল্পনায় র‍্যাশফোর্ডের জায়গা নেই।

গত ডিসেম্বরে ইউরোপা লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে শেষবার ইউনাইটেডের জার্সিতে মাঠে নামেন ্যাশফোর্ড। চলতি বছরের শুরুতে অ্যাস্টন ভিলায় ছয় মাস ধারে খেলেছেন তিনি। কোটি পাউন্ডের বিনিময়ে ক্লাবটিতে স্থায়ীভাবে যাওয়ার সুযোগও রাখা হয়েছিল। তবে বিভিন্ন সূত্র মতে, শুরু থেকেই বার্সেলোনার প্রতি আগ্রহ ছিল র‍্যাশফোর্ডের।

মন্তব্য করুন: