৫ বছরের চুক্তিতে আর্সেনালে ইয়োকেরেশ
২৭ জুলাই ২০২৫

বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা চলছিল গত কয়েকদিন ধরেই। এবার চলে এলো আনুষ্ঠানিক ঘোষণাও। পাঁচ বছরের চুক্তিতে পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবন থেকে আর্সেনালে যোগ দিয়েছেন ভিক্তর ইয়োকেরেশ। সুইডিশ এই স্ট্রাইকারকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্লাবটির কোচ মিকেল আর্তেতা।
শনিবার আনুষ্ঠানিকভাবে ইয়োকেরেশকে দলে দেওয়ার কথা জানায় আর্সেনাল। চুক্তির আর্থিক বিষয়টি খোলাসা করা না হলেও ব্রিটিশ গণমাধ্যমগুলোর মতে, ২৭ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিতে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ হচ্ছে ইংলিশ ক্লাবটির। এর বাইরে অন্যান্য সংযুক্তিসহ পর্তুগিজ ক্লাবটিকে আরও ৮০ লাখ পাউন্ড দেবে তারা।
তবে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, ট্রান্সফার ফি বাবদ ৬ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ করেছে আর্সেনাল। অন্যান্য সংযুক্তিসহ আরও ১ কোটি পাউন্ড পাবে স্পোর্তিং।
কয়েকদিন আগে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছিল, পারফরম্যান্স সম্পর্কিত বোনাস নিয়েই আর্সেনালের সঙ্গে ইয়োকেরেশের দর কষাকষিতে চুক্তি হতে দেরি হচ্ছে।
গত মৌসুমে স্পোর্তিংয়ের হয়ে রীতিমত গোলউৎসবে মাতেন ইয়োকেরেশ। দলকে পর্তুগিজ লিগ ও কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেন ৫৪টি, যা ইউরোপের শীর্ষে লিগের দলগুলোর মধ্যে সর্বোচ্চ।
সব মিলিয়ে ক্লাবটির হয়ে হয়ে দুই মৌসুমে ১০২ ম্যাচ খেলে ৯৭টি গোল করেন তিনি। অ্যাসিস্ট করেন ২৮টি।
এক বিবৃতিতে আর্তেতা বলেন, “ভিক্তর ইয়োকেরেশকে ক্লাবে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। তার পারফরম্যান্সে সে যে ধারাবাহিকতা দেখিয়ে আসছে এবং যেভাবে মেলে ধরেছে নিজেকে, তা অসাধারণ। গোলে তার অবদানই কথা বলছে এসব নিয়ে।”
“আমাদের দলে ভিক্তর যা বয়ে আনছে, তা নিয়ে আমরা রোমাঞ্চিত এবং তার সঙ্গে কাজ শুরু করতে মুখিয়ে আছি। ভিক্তর ও তার পরিবারকে আমরা আর্সেনালে স্বাগত জানাই।”
আর্সেনালে ১৪ নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন ইয়োকেরেশ।
মন্তব্য করুন: