লিভারপুল ছেড়ে ৪ বছরের চুক্তিতে বায়ার্নে দিয়াস

৩০ জুলাই ২০২৫

লিভারপুল ছেড়ে ৪ বছরের চুক্তিতে বায়ার্নে দিয়াস

লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছেন লুইস দিয়াস। কলম্বিয়ান এই উইঙ্গারকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

বুধবার এক বিবৃতিতে দিয়াসকে দলে নেওয়ার কথা জানায় বায়ার্ন। তবে ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তির আর্থিক বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ২৮ বছর বয়সী এই তারকাকে দলে নিতে প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে বায়ার্ন।

লিভারপুলের সঙ্গে দিয়াসের চুক্তি ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। ২০২২ সালের জানুয়ারিতে তিনি পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে প্রায় ৫ কোটি ইউরোর বিনিময়ে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন।

অ্যানফিল্ডে কাটানো সময় নিয়ে ইনস্টাগ্রামে বিদায়ী বার্তায় দিয়াস লেখেন, “তিন বছর ছয় মাস যা আমি চিরকাল মনে রাখব। আমি এসেছিলাম অগণিত স্বপ্ন নিয়ে, আর যাচ্ছি গর্বিত হয়ে। আমরা যা কিছু একসঙ্গে অর্জন করেছি তার জন্য গর্বিত।”

“আমি অসাধারণ সব মানুষ, দারুণ সতীর্থ, কোচ আর দুর্দান্ত কিছু সমর্থকের দেখা পেয়েছি। লিভারপুল সত্যিই একটি বিশেষ ক্লাব। আমি সবাইকে হৃদয়ে রাখব...।”

বিদায় বেলায় প্রয়াত সতীর্থ দিয়োগো জতাকে স্মরণ করে এই উইঙ্গার লেখেন, “এটা পারফেক্ট বিদায় হতে পারত, যদি আমরা আমাদের একজনকে এত করুণভাবে না হারাতাম।… দিয়োগোকে আমি কখনও ভুলব না, আমরাও ভুলব না। সবাইকে ধন্যবাদ। ইউ নেভার ওয়াক অ্যালোন।”

লিভারপুলের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৪৮টি ম্যাচ খেলা দিয়াস গোল করেছেন ৪১টি, গোলে সহায়তা করেছেন ২৩টি।

অলরেডদের জার্সিতে প্রিমিয়ার লিগে তিনি সেরা সময় কাটিয়েছেন ২০২৪-২৫ মৌসুমে। ৩৬ ম্যাচে ১৩ গোল ও ৭ অ্যাসিস্ট করে ক্লাবকে রেকর্ড ২০তম লিগ শিরোপা জেতাতে সহায়তা করেন দিয়াস। এছাড়া লিভারপুলের হয়ে ২০২২ সালে এফএ কাপ এবং ২০২২ ও ২০২৪ সালে লিগ কাপ জিতেছেন তিনি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add