র্যাশফোর্ড আসায় বার্সায় প্রতিযোগিতা বাড়বে: রাফিনিয়া
২ আগস্ট ২০২৫

বার্সেলোনার আক্রমণভাগে ইংলিশ তারকা মার্কাস র্যাশফোর্ডের আগমনকে স্বাগত জানিয়েছেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের মতে, এর ফলে দলে জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে।
গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মৌসুমের জন্য ধারে বার্সেলোনায় যোগ দেন র্যাশফোর্ড। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের উপস্থিতিতে রবের্ট লেভানডোফস্কি, লামিনে ইয়ামাল ও রাফিনিয়াদের নিয়ে গড়া কাতালান ক্লাবটির আক্রমণভাগ আরও শক্তিশালীয় হয়েছে।
স্প্যানিশ দৈনিক দিয়ারিও স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, “এই ক্লাবের হয়ে খেললে আপনাকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতেই হবে। আমার মতে, প্রতিযোগিতা যত বেশি হবে, আমরা তত বেশি উন্নতি করব। কারণ একে অপরকে চ্যালেঞ্জ জানালে দলগত উন্নতি হয়, যা শিরোপা জয়ের জন্য সবচেয়ে জরুরি।”
গত মৌসুমকে নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম বলে মনে করেন করেন রাফিনিয়া। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট করেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শুধু তাই নয়, ছয় বছর পর বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে তোলার অন্যতম কারিগরও তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে ১৪ ম্যাচে ১৩ গোল ও ৮ অ্যাসিস্টে টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে গোলে অবদান রাখার রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নাম লেখান রাফিনিয়া।
“আমি সবসময় চেষ্টা করি নিজেকে উন্নত করার – প্রশিক্ষণে, ম্যাচে, পুরো মৌসুম জুড়ে। গত মৌসুম আগের চেয়ে ভালো ছিল, এবারেরটা যেন আরও ভালো হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।”
২০১৫ সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি বার্সেলোনার। এবার সেই খরা ঘোচানোর সংকল্প নিয়ে রাফিনিয়া বলেন, “চ্যাম্পিয়ন্স লিগ আমার ক্যারিয়ারের জন্য ব্যক্তিগত চ্যালেঞ্জ। ক্লাবের লক্ষ্যও এটি, ষষ্ঠ শিরোপা জেতা। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তা বাস্তবায়ন করতে। বিশ্বাস করি, সব খেলোয়াড়ের মনেও একই ভাবনা।”
সম্প্রতি বার্সার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন রাফিনিয়া। তবে দলটির হয়ে আরও দীর্ঘ সময় খেলার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন: