পূর্ব তিমুরকে গোলবন্যায় ভাসিয়ে টানা ২য় জয় বাংলাদেশের
৮ আগস্ট ২০২৫

মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে পূর্ব তিমুরের জালে গোল উৎসব করেছে বাংলাদেশ। তৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পিটার বাটলারের দল।
শুক্রবার লাওস জাতীয় স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ। তৃষ্ণার তিন গোল ছাড়াও একবার করে জালের দেখা পেয়েছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা।
ম্যাচের শুরুতে পূর্ব তিমুরের আক্রমণ সামলে গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় সাগরিকা-তৃষ্ণারা। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ২০ মিনিট পর্যন্ত। স্বপ্না রানীর কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন শিখা।
৩৩তম মিনিটে কর্নার থেকে সরাসরি জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি। মিনিট তিনেক পর শান্তির আরেকটি কর্নার থেকে হেডে বল জাল জড়ান নবীরণ। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার বাড়ানো বল থেকে ব্যবধান ৪-০ করেন তৃষ্ণা।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড। ৭৩তম মিনিটে গোলের খাতায় নাম তোলেন সাগরিকা। আট মিনিট পর এই ফরোয়ার্ডের বাড়ানো বল থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। যোগ করা সময়ে দলের শেষ গোলটি করেন মুনকি।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। বর্তমানে গ্রুপে শীর্ষে আছে তারা। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাটলারের দল।
আগামী বছর থাইল্যান্ডে মূলপর্বে খেলতে হলে গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করতে হবে বাংলাদেশকে। তবে দ্বিতীয় হলেও আরেকটি সুযোগ থাকবে তাদের। সে ক্ষেত্রে আটটি গ্রুপের রানার্স-আপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে হবে মেয়েদের।
মন্তব্য করুন: