বার্সেলোনা ছেড়ে রোনালদোর দলে মার্তিনেস
১০ আগস্ট ২০২৫

বার্সেলোনা ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসেরে যোগ দিয়েছেন ইনিগো মার্তিনেস। রোববার এক বিবৃতিতে স্প্যানিশ এই ডিফেন্ডারকে দলে নেওয়ার কথা জানিয়েছে সৌদি প্রো লিগের দলটি।
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদে আরও এক বছর বাকি থাকলেও, ফ্রি এজেন্ট হিসেবেই আল-নাসেরে যোগ দিয়েছেন মার্তিনেস। ৩৪ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সৌদি ক্লাবটি। তবে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
মার্তিনেসের আল-নাসেরে যোগ দেওয়ার বিষয়ে গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। নতুন কোচ জর্জ জেসুসের অধীনে আল-নাসরের এটি দ্বিতীয় বড় সাইনিং। এর আগে চেলসি থেকে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে নিয়েছে তারা।
গত মৌসুমে বার্সেলোনার নিয়মিত ফুটবলারদের একজন ছিলেন মার্তিনেস। কাতালান ক্লাবটির লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে ভূমিকা রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৬টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।
২০২৩ সালে আথলেতিক বিলবাও থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর দুই মৌসুমে মার্তিনেস মাঠে নামেন ৭১ ম্যাচে, যার মধ্যে তিনি শুরুর একাদশে ছিলেন ৬১টিতে।
গত মৌসুমে লিগে তৃতীয় হওয়া আল-নাসের দলের সবচেয়ে বড় তারকা রোনালদোর সঙ্গে এরই মধ্যে দুই মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেছে। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমি-ফাইনালে আল-ইত্তিহাদের মুখোমুখি হবে তারা।
মন্তব্য করুন: