এবার বায়ার্ন ছেড়ে রোনালদোর দলে কোমান
১৬ আগস্ট ২০২৫

বায়ার্ন মিউনিখে এক দশকের ক্যারিয়ারের ইতি টেনে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসেরে যোগ দিয়েছেন কিংসলে কোমান। শুক্রবার এক বিবৃতিতে তিন বছরের চুক্তিতে ফরাসি এই ফরোয়ার্ডকে দলে নেওয়ার কথা জানিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি।
চলতি দলবদলে চেলসি থেকে ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স ও বার্সেলোনা থেকে ডিফেন্ডার ইনিগো মার্তিনেসকে দলে নেওয়ার পর কোমানকে নিয়ে শক্তি আরও বাড়াল আল নাসের।
গত মৌসুমে বায়ার্নের হয়ে বুন্ডেসলিগার শিরোপা জেতা কোমান এবারের প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে জার্মান ক্লাবটির সঙ্গে ভালোভাবেই জড়িত ছিলেন। টটনাম হটস্পারের বিপক্ষে ম্যাচে গোলও করেছিলেন তিনি।
২০১৫ সালে ইউভেন্তুস থেকে বায়ার্নে যোগ দেওয়া কোমান ১০ বছরে দলের হয়ে ৯টি বুন্ডেসলিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপসহ মোট ২০টি শিরোপা জিতেছেন। ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার গোলেই শিরোপা জিতেছিল বায়ার্ন।
সব মিলিয়ে বায়ার্নের হয়ে ৩৩৯ ম্যাচে ৭২টি গোলের পাশাপাশি ৭১টি অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী কোমান। ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলেছেন ৫৮ ম্যাচ।
মন্তব্য করুন: