প্রথম ম্যাচেই র্যাশফোর্ড ও গার্সিয়াকে খেলাতে পারছে বার্সা
১৬ আগস্ট ২০২৫

লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড ও গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে পেরেছে বার্সেলোনা। ফলে দলের এই দুই নতুন ফুটবলারকে নিয়ে শনিবার মায়োর্কার মাঠে লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামাতে পারবে কাতালান ক্লাবটি।
গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মৌসুমের জন্য ধারে র্যাশফোর্ডকে দলে নেয় বার্সেলোনা। অন্যদিকে গত জুনে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে গার্সিয়াকে কিনে নেয় তারা।
মায়োর্কার বিপক্ষে মাঠে নামার আগের দিনও এই দুই ফুটবলারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিল বার্সেলোনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেন কোচ হানসি ফ্লিক।
ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে জটিলতার কারণে এই দুই ফুটবলারকে নিবন্ধন করাতে হিমশিম খাচ্ছিল বার্সেলোনা। কয়েক মৌসুম ধরে তারা খেলোয়াড় কেনা ও বেতনের পেছনে আয় থেকে বেশি খরচ করছে।
র্যাশফোর্ড ও গার্সিয়ার নাম লা লিগার ওয়েবসাইটে দেখালেও জেরার্ড মার্টিন ও গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনির নাম সেখানে নেই, যা ইঙ্গিত দেয় বার্সেলোনা ধাপে ধাপে নিবন্ধন সম্পন্ন করছে।
মন্তব্য করুন: