জয় দিয়ে মৌসুম শুরু করেও সন্তুষ্ট নন বার্সা কোচ

১৭ আগস্ট ২০২৫

জয় দিয়ে মৌসুম শুরু করেও সন্তুষ্ট নন বার্সা কোচ

রাফিনিয়া ও লামিনে ইয়ামালের নৈপুণ্যে সহজ জয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বার্সেলোনা। তবে নয় জনের দলে পরিণত হওয়া মার্য়োকার বিপক্ষে ৩-০ গোলের জয় পেলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ হানসি ফ্লিক।

শনিবার মায়োর্কার মাঠে সপ্তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ২৩তম মিনিটে বার্সেলোনার ব্যবধান দ্বিগুন করেন ফেররান তোরেস। এরপর মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৫০ মিনিটের বেশি সময় নয় জনের দল নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

তবুও বার্সেলোনার তৃতীয় গোলটি আসে ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। বক্সের কোনা থেকে কয়েকজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে মৌসুমের প্রথম নিজের প্রথম গোল করেন ইয়ামাল।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে ফ্লিক বলেন, “আমি ম্যাচটা পছন্দ করিনি। তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু খেলার ধরন ভালো লাগেনি। ২-০ এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষ নয়জনে নেমে গেলেও আমার মনে হয়েছে দল ৫০ বা ৬০ শতাংশ খেলেছে। এটা গ্রহণযোগ্য নয়। আমাদের আরও দ্রুত খেলতে হবে, নির্দিষ্ট কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে।

বার্সেলোনার দ্বিতীয় গোল নিয়ে বিতর্ক ওঠে। মায়োর্কার ডিফেন্ডার আন্তোনিও রাইয়ো মাথায় বল লাগার পর মাটিতে পড়ে যান। তখন অনেকেই ভেবেছিল খেলা থেমেছে। কিন্তু রেফারি বাঁশি বাজাননি এবং দারুণ এক শটে বল জালে জড়ান তোরেস।

এ প্রসঙ্গে বার্সেলোনা কোচ বলেন, “আমি আমার ফুটবলারদের সবসময় বলে থাকি যে, রেফারি বাঁশি না বাজানো পর্যন্ত খেলা চালিয়ে যেতে। মাঠে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রেফারিই আছেন। আমাদেরকে তা মেনে নিতে হবে। আমি ওদেরকে সমবসময় বলি রেফারি না থামানোর আগ পর্যন্ত যেন না থামে। মনোযোগ যাতে শেষ পর্যন্ত ধরে রাখে। এটা অবশ্যই গোল ছিল।

লেভান্তের মাঠে আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বার্সেলোনা।

মন্তব্য করুন: