শিরোপা দিয়ে মৌসুম শুরু বায়ার্নের

১৭ আগস্ট ২০২৫

শিরোপা দিয়ে মৌসুম শুরু বায়ার্নের

গত মৌসুমে বুন্ডেসলিগা জিতে ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতেছিলেন হ্যারি কেইন। এবার কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদও পেলেন ইংলিশ এই ফরোয়ার্ড। তার ও দলের নতুন ফরোয়ার্ড লুইস দিয়াসের গোলে জার্মান সুপার কাপের শিরোপা জিতে নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ।

শনিবার জার্মান লিগ কাপ চ্যাম্পিয়ন স্বাগতিক স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়ে বছরের দ্বিতীয় শিরোপা জেতে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা। এটি বায়ার্নের একাদশ সুপার কাপ জয়।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। ১৮তম মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সহজেই তা জালে জড়ান ইংলিশ অধিনায়ক।

প্রথমার্ধে গোল হয় এই একটিই। বিরতির পর গোলের জন্য বায়ার্নকে অপেক্ষা করতে হয় ৭৭তম মিনিট পর্যন্ত। সের্জ গ্যানাব্রির বক্সের ভেতর বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল থেকে দলে যোগ দেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস।

যোগ করা সময়ে এক গোল শোধ দিলেও বায়ার্নের শিরোপা জয়ের পথে বাধা হতে পারেনি স্টুটগার্ট।

ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে বায়ার্নের সঙ্গে সমানে সমান পাল্লা দেয় স্বাগতিকরা। ৫৩ শতাংশ সময় বলের দখল রাখা বায়ার্নের গোলের জন্য নেওয়া ১৭টি শটের মধ্যে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে ১৪টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখে স্টুটগার্ট।

আগামী শুক্রবার লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্ডেসলিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বায়ার্ন।

মন্তব্য করুন: